২% নাকি ৩%, জুলাইতে কতটা বাড়বে DA?

Published on:

Updated on:

7th Pay Commission

সৌভিক মুখার্জী, কলকাতা: কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য আসতে চলেছে বিরাট সুখবর। সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) আওতায় থাকা কর্মচারীদের জন্য প্রতিবছর জানুয়ারি এবং জুলাই মাসে সাধারণত ডিএ এবং ডির হালনাগাদ করে কেন্দ্র সরকার। সেই সূত্র ধরে, জানুয়ারি মাসে 2% ডিএ বেড়ে 55% ছুঁয়েছে। আর এবার নজর রয়েছে জুলাই মাসের দিকে। প্রশ্ন উঠছে, এবার কি তাহলে 58% হতে চলেছে ডিএ?

জুলাই মাসে কতটা বাড়বে DA?

ডিএ বৃদ্ধির হার মূলত AICPI ইন্ডেক্সের উপর নির্ভর করে নির্ধারণ করা হয়। সেই সূত্র ধরে, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের হিসাবকে ভিত্তি করেই নির্ণয় করা হবে জুলাই মাসের ডিএ। প্রসঙ্গত, জানুয়ারি মাসে AICPI ছিল 143.2। আর ফেব্রুয়ারি মাসে সেই হার কিছুটা কমে এসে দাঁড়ায় 142.8। তবে মার্চ মাসে কিছুটা বৃদ্ধি পেয়ে 143.0-তে পৌঁছয়।

এবার এই তিন মাসের হিসাব অনুযায়ী বর্তমানে ডিএ স্কোর দাঁড়াচ্ছে প্রায় 57.06%। আর এখন অপেক্ষা শুধু এপ্রিল, মে এবং জুন মাসের AICPI সূচকের জন্য। জানিয়ে রাখি, এপ্রিল মাসের AICPI সূচক প্রকাশ পাবে 30 মে’তে। আর সেই সূত্র ধরে জুলাই মাসে ডিএ বাড়ার ইঙ্গিত পাওয়া যাবে।

2% নাকি 3%, কতটা বাড়বে DA?

বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, যদি বাকি তিন মাসের সূচক ইতিবাচক থাকে, তাহলে 3% ডিএ বাড়তে পারে। অর্থাৎ 58%-এ পৌঁছতে পারে। তবে যদি সূচক স্থির থাকে বা ওঠানামা করে, তাহলে ডিএ বাড়তে পারে 2%। সেক্ষেত্রে নতুন ডিএ’র হার হবে 57%।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

বেতনে কতটা প্রভাব পড়বে?

ধরুন, কোনও সরকারি কর্মচারীর মূল বেতন 18,000 টাকা। এবার যদি 57% ডিও হয়, তাহলে অতিরিক্ত বেতন পাওয়া যাবে 10,260 টাকা। তবে ডিএ বেড়ে 58% হলে অতিরিক্ত বেতন পাওয়া যাবে 10,040 টাকা। সুতরাং, 1% ডিএ’র পার্থক্যে মাসিক আয় বাড়বে প্রায় 180 টাকা।

DA কীভাবে নির্ধারণ করা হয়?

কেন্দ্র সরকার মূলত একটি ফর্মুলার মাধ্যমে ডিএ নির্ধারণ করে থাকে। সেই ফর্মুলাটি হল-

DA% = {(গত 12 মাসের AICPI-র গড় – 261.42) ÷ 261.42 × 100}

হ্যাঁ, এই সূত্র ধরেই ডিএ পর্যালোচনা করা হয়। তবে হ্যাঁ, এই নিয়ম শুধুমাত্র সপ্তম বেতন কমিশনের আওতায় থাকা কর্মচারীদের জন্যই প্রযোজ্য। 

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের নির্দেশের পর তৎপর নবান্ন, DA নিয়ে অর্থ দফতরের কাছে রিপোর্ট তলব

DA বৃদ্ধির ফলে কারা উপকৃত হবেন?

কেন্দ্র সরকারের ডিএ বাড়ানোর ফলে কেন্দ্রের কর্মরত সমস্ত সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত পেনশনভোগী, এমনকি রেল, প্রতিরক্ষা বা অন্যান্য কেন্দ্রীয় সংস্থার কর্মীরাও বিরাট উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। তবে হ্যাঁ, এখনও সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু ঘোষণা করেনি। এখন সবাই মুখিয়ে রয়েছে জুলাই মাসের ঘোষণার দিকে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥