বছরে ৫০ হাজার, পড়ুয়াদের জন্য দারুণ স্কলারশিপ টাটা গ্রুপের, সহজেই করতে পারবে আবেদন

Published on:

tsdpl silver jubilee scholarship program 2024 25 eligibility and how to apply

পার্থ সারথি মান্না, কলকাতাঃ উচ্চশিক্ষার পথে অর্থ যাতে সমস্যা না হয় তার জন্য সরকার থেকে শুরু করে বিভিন্ন প্রাইভেট কোম্পানি ও এনজিও এর তরফ থেকে স্কলারশিপ বা আর্থিক বৃত্তি দেওয়া হয়। এমনই একটি স্কলারশিপ, টাটা স্টিল ডাউনস্ট্রিম প্রোডাক্টস লিমিটেডে সিলভার জুবলী স্কলারশিপ প্রোগ্রাম (TSDPL Silver Jubilee Scholarship Program) সম্পর্কে আপনাদের জানাব। যেখানে আবেদন করলে ৫০,০০০ টাকা পাওয়ায় যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

TSDPL Silver Jubilee Scholarship Program 2024-25

গরিব অথচ মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার পথে যাতে অর্থ কোনো বাঁধা না হয় তার জন্য টাটা স্টিল ডাউনস্ট্রিম প্রোডাক্টস লিমিটেডের তরফ থেকে এই স্কলারশিপ দেওয়া হয়। মূলত টেকনিক্যাল লাইনের কোর্স ভর্তি হলে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে পড়ুয়ারা। আর আবেদন গ্রহণ হলেই বছরে ৫০,০০০ টাকা পাওয়া যাবে। নিচে আবেদনের জন্য যোগ্যতা থেকে আবেদনের পদ্ধতি জানান হল।

আবেদনের জন্য যোগ্যতাঃ

  • আবেদনকারী ছাত্রকে অবশ্যই জামশেদপুর, কালিঙ্গনগর, পান্তনগর, ফরিদাবাদ, চেন্নাই, পুনে বা কলকাতার বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই ITI বা কোনো ডিপ্লোমা কোর্স ফিটার, ইলেক্ট্রিকাল, ওয়েল্ডার ইত্যাদি কোর্স ভর্তি হতে হবে। কোলেটিকে সরকার স্বীকৃত হতে হবে।
  • আবেদনকারীকে মাধ্যমিকে নূন্যতম ৫০% নম্বর পেয়ে থাকতে হবে।
  • আবেদনকারীর পরিবারের বার্ষিক যায় ৫ লক্ষ টাকার নিচে হতে হবে।
  • ছাত্রী, প্রতিবন্ধী ও SC, ST বা স্পোর্টস এর মত এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিতে ডিসক্ট্রিকট লেভেলে খেলে থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনের পদ্ধতিঃ

১। প্রথমেই buddy4study ওয়েবসাইটে চলে যেতে হবে। সেখানে ‘TSDPL Silver Jubilee Scholarship’ এ ক্লিক করতে হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

২। এরপর যে পেজ খুলবে সেখানে সমস্ত ইন্সট্রাকশন দেওয়া থাকবে। তারই নিচে থাকবে ‘Apply Now’, সেখানে ক্লিক করুন।

৩। এবার যদি প্রথমবার এসে থাকেন তাহলে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিন।

৪। লগ ইন করার পর যে ফর্ম আসবে সেটাকে যথাযথ তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে। তারপর কিছু ডকুমেন্টস আপলোড করে আবেদন সাবমিট করে দিতে হবে।

iti diploma students scholarship

প্রয়োজনীয় ডকুমেন্টসঃ

  • দশম শ্রেণীর রেজাল্ট
  • আধার কার্ড / ভোটার কার্ড / ড্রাইভিং লাইসেন্স / প্যান কার্ড
  • ITI বা Diploma কোর্স ভর্তি হওয়ার প্রমাণপত্র
  • পরিবারের আয়ের শংসাপত্র
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য
  • সম্প্রতি তোলা কালার পাসপোর্ট ছবি
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group