প্রীতি পোদ্দার, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের সকল সাধারণ মানুষের জন্য একের পর এক আকর্ষণীয় প্রকল্পের উদ্ভব করে চলেছে। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী প্রকল্পগুলি অন্যতম। পাশাপাশি কৃষকদের জন্য নিয়ে আসা হয়েছে প্রকল্প। আর সেটি হল কৃষকবন্ধু প্রকল্প (Krishak Bondhu Scheme 2024)। যার মাধ্যমে কৃষকেরা প্রতি বছর একটা মোটা অঙ্কের অর্থ পেয়ে যান তাঁদের অ্যাকাউন্টে। সম্প্রতি জানা গিয়েছে দীপাবলির পরেই কৃষকদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে মোটা অঙ্কের টাকা। সরকারি প্রকল্পের টাকা একসঙ্গে অ্যাকাউন্টে ঢোকায় অনেকটাই উপকৃত হবেন রাজ্যের কৃষকরা। আসলে কালীপুজোর পরই শুরু হয় খারিফ মরসুম।
অর্থের পরিমাণ
প্রথম পর্যায়ে চাষাবাদের শুরুতে মিলবে পাঁচ হাজার টাকা। পরের পর্যায়ে আবার পাঁচ হাজার টাকা পাওয়া যায়। এখানেই শেষ নয়, কোনও কৃষকের যদি মৃত্যু হয় তাহলেও বিশেষ সহায়তা হিসাবে তাঁর পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা দেওয়া হবে। যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে তাঁরা বছরে একর প্রতি ১০ হাজার টাকা পাবেন। যে সমস্ত কৃষকের এক একর বা তার কম চাষযোগ্য জমি রয়েছে তাঁরা একর প্রতি চার হাজার টাকা করে পাবেন। দুটি কিস্তিতে এই টাকা মিলবে।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই রাজ্যের বাসিন্দা হতে হবে। ডেথ বেনিফিটের ক্ষেত্রে কৃষকের বয়স ১৮-৬০ বছর হতে হবে। আবেদনকারী চাষি বা ভাগচাষির অবশ্যই পাট্টা থাকতে হবে। আবেদনকারী মৃত্যু হলে তাঁর নিকট আত্মীয় এককালীন দু লক্ষ টাকা পাবেন। সেই নিকট আত্মীয়কে ঠিক করবেন ব্লক ডেভলপমেন্ট অফিসার।
কৃষকবন্ধু প্রকল্পে আবেদনের পদ্ধতি | Krishak Bondhu Scheme 2024 |
- সর্বপ্রথম কৃষকবন্ধু প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটটি পেজটি খুলতে হবে তার নীচে Registration form নামক একটি অপশনে ক্লিক করে নিতে হবে।
- এরপর আবেদনকারী কৃষকের ভোটার কার্ড নম্বর এবং মোবাইল নম্বর বসিয়ে Get OTP অপশনে ক্লিক করতে হবে, তারপর OTP নম্বর বসিয়ে সম্পূর্ণ রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে নিতে হবে। প্রথমেই Farmer Details অপশন থেকে Profile Details, Bank Details, Address Details, Cultivable Land Details পূরণ করতে হবে।
- উপরের সবকিছু তথ্য পূরণের পর একবার মিলিয়ে দেখে নিতে হবে। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে Create Farmer অপশনে ক্লিক করে আবেদনটি Submit করে দিতে হবে।