পার্থ সারথি মান্না, কলকাতা : নিজের একটা বাড়ি তৈরির স্বপ্ন সকলেই দেখে থাকেন। কেউ পরিশ্রম করে সঞ্চয়ের টাকায় বাড়ি তৈরি করেন তো কেউ আবার ব্যাঙ্ক থেকে লোন নিয়ে বাড়ি তৈরি করেন। তবে হোম লোন নিলে সেটা সোধ করতেই অনেকতা টাকা প্রতিমাসে খরচ হায় যায়। এছাড়া হোম লোন অনেকটা দীর্ঘ সময়ের জন্য চলতে থাকে। তাই অনেকই এমপ্লয়ীজ প্রভিডেন্ট ফান্ড বা EPF এর দ্বারা হোম লোনের টাকা মিটিয়ে থাকেন। আপনার কোম্পানীর তরফ থেকেও যদি EPF দেওয়া হয় তাহলে আপনিও এমনটা করতে পারেন। যদি কেটে চান তাহলে এই বিষয়ে জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
EPF এর মাধ্যমে কর্মীদের আর্থিক সুরক্ষা
কর্মীদের বেসিক মাইনের থেকে একটা নির্দিষ্ট টাকা কাটা হয় যেটা EPF অ্যাকাউন্টে জমা পড়ে। এই স্কিমে যে টাকা জমা হয় তাতে ৮.৫% সুদ দেওয়া হয়। যেটা যে কোনো ব্যাঙ্কের সঞ্চয় প্রকল্পের তুলনায় অনেকটাই বেশি। এমনকি হোম লোনের ক্ষেত্রেও অনেক সময় ৮% সুদ দিতে হয়। যদি তেমনটা হয় তাহলে আপনার হোম লোনের তুলনায় ইপিএফ-র সুদ বেশি হলে হিসেব মত আপনাকে কোনো সুদই দিতে হল না বাড়ির লোনের জন্য।
যদি কম বয়সে চাকরি জীবন শুরু করেন তাহলে EPF এর মাধ্যমে হোম লোন শোধ করার অপশন বেছে নিতে পারেন। এক্ষেত্রে আপনার হোম লোন শোধ হবার পরেও অবসর জীবনের জন্য বেশ কিছু টাকা জমে যাবে। যেটা বুড়ো বয়সে আপনারই কাজে আসবে।
EPF এর মাধ্যমে হোম লোনের টাকা কিভাবে তুলবেন?
১. আপনি যদি হোম লোনের টাকা EPF থেকে তুলতে চান তাহলে নিচে দেওয়া পদ্ধতি ফলো করুন।
২. প্রথমে EPFO পোর্টালে চলে যেতে হবে। এরপর UAN নম্বর আর পাসওয়ার্ড এন্টার করতে হবে।
৩. লগইন হয়ে যাওয়ার পর অনলাইন সার্ভিসেসে ক্লিক করতে হবে।
৪. এবার ফর্ম ৩১ এর মাধ্যমে ক্লেম করতে হবে। এই সময় ব্যাঙ্ক ডিটেলস ভেরিফাই করে নিতে হবে।
৫. এরপর টাকা তোলার কারণ সিলেক্ট করতে হবে। একইসাথে সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে।
৬. সব ঠিক মত দেওয়া হায় গেলে ক্লেম সাবমিট করে অপেক্ষা করতে হবে। সব ঠিক থাকলে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |