Indiahood-nabobarsho

স্মার্টফোনের মাধ্যমেই চিনুন জাল নোট, উপায় জানিয়ে দিল RBI

Published on:

500 Rupee Note,

সৌভিক মুখার্জী, কলকাতা: পকেট ভর্তি টাকা রয়েছে, অথচ সেই টাকা সব নকল! তাহলে তার কি কোনও দাম থাকে? সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একটি সতর্কবার্তা জারি করেছে। সেখানে জানানো হয়েছে, বাজারে এরকম নকল ৫০০ টাকার নোট (500 Rupee Note) দিনের পর দিন বাড়ছে, যেগুলি দেখতে হুবুহু আসল নোটের মত। এমনকি সাধারণ মানুষের পক্ষে তা বোঝাও দুষ্কর হয়ে পড়ছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কিন্তু আজকের দিনে আমাদের কাছে এমন এক অস্ত্র রয়েছে, যা আমাদের রক্ষা করবে এই বিভ্রান্তি থেকে। হ্যাঁ, তা হল আমাদের স্মার্টফোন। কিন্তু কীভাবে চিনবেন স্মার্টফোনের মাধ্যমে আসল বা নকল ৫০০ টাকার নোট? জানতে হলে প্রতিবেদনটিতে পড়ুন।

ডাউনলোড করুন RBI-এর MANI অ্যাপ

আসলে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক MANI নামের একটি বিশেষ অ্যাপ তৈরি করেছে। আর এই অ্যাপটি গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে খুব সহজেই বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। এই অ্যাপটি ইন্সটল করার পর আপনাকে ফোনের ক্যামেরা চালু করে শুধুমাত্র নোটটি সামনে ধরতে হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এমনকি ইন্টারনেটের কোনরকম সংযোগেরও দরকার পড়বে না। শুধু তাই নয়, নোটটি যদি একটু ছেঁড়া বা নোংরা হয়, তাহলেও অ্যাপটি চিনে নিতে পারবে নোটটিকে আসল কিনা। আর এই অ্যাপটি বিশেষভাবে দৃষ্টিশক্তিহীন ব্যক্তিদের জন্য তৈরি হলেও এখন সবার নিরাপত্তার দিক থেকে উপযোগী হয়ে উঠেছে।

ক্যামেরার দিকে তাকালেই বোঝা যাবে নিরাপত্তার বৈশিষ্ট্য

ভারতীয় নোটে থাকে নানা ধরনের সিকিউরিটি ফিচার। আর এগুলি খালি চোখে দেখা খুব কঠিন হলেও ফোনের ক্যামেরা দিয়ে সহজেই ধরা পড়ে। যেমন ‘৫০০’ সংখ্যাটি লেখা থাকে একটি বিশেষ সিকিউরিটি থ্রেডে, যা রং বদলায়। ফোনের ক্যামেরায় ভালোভাবে দেখলে জলছবি স্পষ্ট হয়। তাই যদি আপনার ক্যামেরায় এই বৈশিষ্ট্যগুলি দেখতে পান, তাহলে বুঝে নিন সেই নোটটি আসল।

ফোনের ফ্ল্যাশেই ঘরোয়া UV টেস্ট

সাধারণভাবে UV আলোতে নোটে টাকা বিশেষ কালি দেখা যায়, যা সাধারণ আলোয় দেখা যায় না। আর আপনি চাইলে ফোনের ফ্ল্যাশের উপর নীল বা বেগুনি প্লাস্টিক লাগিয়ে UV লাইভ তৈরি করতে পারেন। আর এই আলোতে যদি ৫০০ টাকার নোটে থাকা নম্বর বা নিরাপত্তা থ্রেড নীল বা সবুজ রঙের জ্বলজ্বল করে ওঠে, তাহলে বুঝে নেবেন নোটটি আসল। তবে হ্যাঁ, মনে রাখবেন এটি বাস্তব UV লাইটের বিকল্প নয়। তাই আপনি চাইলে বাজার থেকে কোন সস্তা UV লাইট কিনে আনতে পারেন। 

ক্যামেরা জুম করে দেখুন মাইক্রো লেটারিং

নতুন ৫০০ টাকার নোটে থাকবে ‘ভারত’, ‘RBI’, ‘500’ এর মত ক্ষুদ্রাক্ষর লেখা। একে বলে মাইক্রো লেটার। এগুলো চোখে দেখা যায় না। কিন্তু ফোনের ক্যামেরায় জুম করলে খুব স্পষ্ট বোঝা যায়। প্রথমে মহাত্মা গান্ধীর চশমার পাশে বা বাঁদিকের নম্বরের নীচে ক্যামেরাটিকে জুম করে ভালো করে দেখুন। নোটটি জাল হলে খুব ঠিকমতো কাজ করবে না। 

আরও পড়ুনঃ আর ৩ মাস নয়! সেভিংস অ্যাকাউন্টে প্রতি মাসেই ৭% অবধি মিলবে সুদ, ঘোষণা RBI-র

তাই আজকের দিনে প্রযুক্তি যখন আমাদের হাতের মুঠোয়, তাহলে সেগুলিকে কেন কাজে লাগাবো না? স্মার্টফোন থাকা সাধারণ কিছু ফিচার যেমন ক্যামেরা, ফ্ল্যাশ আর UV এখন হয়ে উঠতে পারে সমস্ত সমস্যার সমাধান। তাই আজই এই পদ্ধতি অবলম্বন করুন এবং জালিয়াতির হাত থেকে রক্ষা পান।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group