IDFC Bank-র গ্রাহকদের জন্য বড় খবর, এক হয়ে গেল দুই ব্যাঙ্ক! লাভ না ক্ষতি গ্রাহকদের?

Published on:

idfc bank

শ্বেতা মিত্রঃ বর্তমান সময়ে এমন কোনও মানুষ হয়তো বাকি নেই যার কিনা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। ভবিষ্যতে কথা ভাবনা চিন্তা করে সকলেই ব্যাংকে কিছুটা হলেও সঞ্চয় করতে পছন্দ করে থাকেন। আবার অনেকেই আছেন যারা কিছু না কিছু জিনিসে বিনিয়োগ করেন। কিন্তু ব্যাঙ্কে টাকা রাখার মজাই আলাদা। বর্তমান সময় এমন অনেক ব্যাঙ্ক রয়েছে যেগুলি কিনা প্রথম সারির হয়ে উঠেছে। তার মধ্যে অন্যতম হলো আইডিএফসি ব্যাঙ্ক (IDFC Bank)। আপনারও কি এই আইডিএফসি ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে তাহলে আপনার জন্য রইল আজকের এই প্রতিবেদনটি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

নতুন মাইলফলক ছুঁল IDFC Bank

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নয়, এই আইডিএফসি ব্যাঙ্কের মুকুটে এক নয়া পালক জুড়েছে। যা শুনলে হয়তো আপনিও চমকে উঠবেন। আসলে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এবং আইডিএফসি লিমিটেডের সংযুক্তিকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হল। প্রয়োজনীয় সব অনুমোদনের পর আগামী ১ অক্টোবর থেকে এটি কার্যকর করা হবে।

এদিকে এই দুইয়ের এক হয়ে যাওয়ার ফলে শেয়ারহোল্ডাররা উপকৃত হতে চলেছেন। আইডিএফসির প্রতিটি শেয়ারহোল্ডারকে প্রতি ১০০ শেয়ারের জন্য আইডিএফসি ব্যাঙ্কের ১৫৫টি শেয়ার দেওয়া হবে। এই সংযুক্তিকরণ আইডিএফসির কর্পোরেট কাঠামোকে সহজ করবে বলে মনে করা হচ্ছে। IDFC First Bank শুক্রবার এই সংযুক্তিকরণ সম্পন্ন করার কথা ঘোষণা করেছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কী বলছে ব্যাঙ্ক?

ব্যাঙ্ক জানিয়েছে, শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর আগামী মাস অর্থাৎ অক্টোবর থেকে এই সংযুক্তিকরণ কার্যকর করা হবে। আইডিএফসি শেয়ার অদলবদলের জন্য ১০ অক্টোবর রেকর্ড তারিখ নির্ধারণ করেছে। আগামী ৩১ অক্টোবরের আগে এসব শেয়ার শেয়ারহোল্ডারদের দেওয়া হবে। এই সংযুক্তির ফলে এখন সবচেয়ে বড় সুবিধা হবে ব্যাঙ্কটির কোনো হোল্ডিং কোম্পানি থাকবে না। ব্যাঙ্ক বলেছে যে, ‘এখন অন্যান্য বড় বেসরকারী খাতের ব্যাঙ্কের মতো আমাদের শেয়ারহোল্ডিং সহজ করা হবে। অন্যান্য বেসরকারী খাতের ব্যাঙ্কগুলিতেও প্রোমোটার হোল্ডিং নেই। পাশাপাশি ব্যাঙ্ক পরিচালনাও সহজ হবে।’

এই সংযুক্তিকরণের জেরে ব্যাঙ্কের খাতায় ৬০০ কোটি টাকা ঢুকবে বলে জানা গিয়েছে। আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের এমডি ও সিইও ভি বৈদ্যনাথন বলেছেন, ‘আমরা প্রায় দুই বছর ধরে এই সংযুক্তির জন্য চেষ্টা করছিলাম। অনেক পরিশ্রমের পর আমরা এ পর্যায়ে আসতে পেরেছি। আমরা আন্তরিকভাবে আশা করি যে এই সংযুক্তির কারণে, ভবিষ্যতে ব্যাঙ্ক অনেক উপকৃত হবে। আমরা আমাদের গ্রাহকদের আরও ভাল উপায়ে পরিষেবা দিতে সক্ষম হব।’

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group