বিক্রম ব্যানার্জী, কলকাতা: মূলত জীবন বিমা স্কিমের জন্যই দেশবাসীর কাছে বিশেষ জনপ্রিয় LIC বা লাইফ ইন্সুরেন্স কোম্পানি। তবে সাম্প্রতিককালে জীবন বিমার পাশাপাশি অন্যান্য বিভাগগুলিতেও সমান নজর দিয়েছে ভারতের সরকারি বিমা সংস্থা LIC। জানা যাচ্ছে, দেশের সকল নাগরিকের চাহিদার কথা মাথায় রেখে একটি বিশেষ জীবন শান্তি প্ল্যান (LIC Scheme) চালু করেছে এই ভারতীয় সংস্থা।
এই স্কিম বিশেষত সেই সব মানুষের জন্য যাঁদের বার্ধক্যের পর অবসর তহবিল তো রয়েছে, তবে পেনশনের কোনও সু বন্দোবস্ত নেই। মূলত সেই সব কথা মাথায় রেখে এই বিশেষ পরিকল্পনার অধীনে শুধুমাত্র একবার অর্থ জমালেই একজন বিনিয়োগকারী বা বিমাগগ্রহণকারী অবসর গ্রহণের পর আজীবন মোটা অঙ্কের পেনশন পাবেন। সংস্থা জানিয়েছে, এই স্কিমে বিনিয়োগ করলে একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি আমৃত্যু 1,42,500 টাকা করে বার্ষিক পেনশন পেয়ে যাবেন।
নিউ জীবন শান্তি প্ল্যান আসলে কী?
লাইফ ইন্সুরেন্স কোম্পানির নিউ জীবন শান্তি প্ল্যান আসলে একটি নন-লিঙ্কড, ইন্ডিভিজুয়াল, নন-পার্টিসিপেটিং, সিঙ্গেল প্রিমিয়াম ও ডিফার্ড অ্যানুইটি প্ল্যান। ভারতীয় বিমা সংস্থার এই প্রকল্পে মাত্র একবার প্রিমিয়াম জমা দিয়ে আজীবন তার সুবিধা ভোগ করতে পারবেন বিনিয়োগকারী। সেক্ষেত্রে, পেনশনের জন্য বিমাগ্রহণকারী ব্যক্তি বার্ষিক, অর্ধবার্ষিক, ত্রৈমাসিক ও মাসিক অর্থ প্রাপ্তির বিকল্প পেয়ে যাবেন। জানিয়ে রাখি, LIC তাদের এই স্কিমে মূলত দুই ধরনের পরিকল্পনা দিয়ে থাকে। একটি সিঙ্গেল ও অপরটি জয়েন্ট বা যৌথ।
সিঙ্গল ও যৌথ পরিকল্পনার ক্ষেত্রে ডিফার্ড অ্যানুইটি
ভারতের বিমা সংস্থা LIC মূলত নিউ জীবন শান্তি প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে দুটি সুবিধা রেখেছে। প্রথম সুবিধাটি হল একক বা সিঙ্গল জীবন পরিকল্পনা। সেক্ষেত্রে যদি কোনও বিনিয়োগকারী ডিফার্ড অ্যানুইটি ফর সিঙ্গল লাইফ প্ল্যানে বিনিয়োগ করেন তবে, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পেনশন হিসেবে পেয়ে যাবেন তিনি। তাছাড়াও ওই ব্যক্তির মৃত্যুর পর বিনিয়োগ করা অর্থ বিনিয়োগকারীর মনোনীত ব্যক্তি বা নমিনিকে ফেরত দিয়ে দেওয়া হবে।
অন্যদিকে যৌথ জীবন পরিকল্পনা বা ডিফার্ড অ্যানুইটি ফর জয়েন্ট লাইফ প্ল্যানে বিনিয়োগ করলে ডিফার্ড পিরিয়ড শেষ হওয়ার পরে বিনিয়োগকারী ব্যক্তি পেনশন পেতে শুরু করবেন। তবে পরবর্তীতে তাঁর মৃত্যুর পর ওই ব্যক্তির সঙ্গে যাঁর নাম যুক্ত রয়েছে অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি ওই প্ল্যানের পেনশনের অর্থ আজীবন পেতে থাকবেন।
ন্যূনতম কত বিনিয়োগ করা যায়?
ভারতীয় বিমা সংস্থা বা লাইফ ইন্সুরেন্স কোম্পানির এই নতুন পরিকল্পনায় একজন বিনিয়োগকারী কমপক্ষে এককালীন 1.5 লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন। তবে সর্বোচ্চ বিনিয়োগের ক্ষেত্রে কোনও সীমা নেই। বলে রাখি, এককালীন 1.5 লক্ষ টাকা জমা করে বার্ষিক 12 হাজার অর্থাৎ মাসিক 1000 টাকা পেনশন পেয়ে যাবেন বিনিয়োগকারী। জানিয়ে দিই, 30 বছর বয়স থেকে 79 বছর বয়সী যেকোনও ব্যক্তি LIC-র এই পলিসিতে টাকা রাখতে পারবেন।
ডিফারমেন্ট পিরিয়ড মাথায় রাখুন
লাইফ ইন্সুরেন্স কোম্পানির এই নিউ জীবন শান্তি পলিসি কেনার সময় একটি বিশেষ বিষয় মাথায় রাখা উচিত। তা হল, ডিফারমেন্ট পিরিয়ড অর্থাৎ বিনিয়োগ এবং পেনশন শুরুর মধ্যে সময়কাল যত বেশি হবে বা বয়স যত বেশি হবে, বিমাগ্রহণকারী ব্যক্তি তত ভাল অঙ্কের পেনশন পাবেন। বলে রাখি, এই পলিসিতে সর্বনিম্ন ডিফারমেন্ট পিরিয়ড 1 বছর ও সর্বোচ্চ ডিফারমেন্ট পিরিয়ড রয়েছে 12 বছর।
অবশ্যই পড়ুন: IPL 2025 মেগা ফাইনালের আগে আহমেদাবাদ স্টেডিয়াম চত্বরে ভয়াবহ বিস্ফোরণ! আদৌ গড়াবে ম্যাচ?
কীভাবে বার্ষিক 1,42,500 টাকা পেনশন আদায় করতে পারবেন?
কোনও বিনিয়োগকারী যদি LIC-র এই নতুন স্কিমে 45 বছর বয়সে এককালীন 10 লক্ষ টাকা দিয়ে জীবন শান্তি প্ল্যানের ডিফার্ড অ্যানুইটি সিঙ্গল লাইফ প্ল্যান কেনেন, এবং তা 12 বছর ডিফারমেন্ট পিরিয়ডের জন্য রাখেন, তবে 12 বছর পর তিনি বার্ষিক 1,42,500 টাকা করে পেনশন পাবেন। তবে এই পেনশনের অর্থ যদি প্রতিমাসের হিসেবে নিতে চান তবে সেক্ষেত্রে বিমাগ্রহনকারী প্রতিমাসে 11,400 টাকা করে পেনশন পেয়ে যাবেন।