যুদ্ধের আবহে এই ভুল করলেই শেষ, খোয়া যাবে সব! বিনিয়োগকারীদের জন্য রইল টিপস

Published:

stock market tips
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারত-পাকিস্তানের মধ্যে এমনিতেই সাপে নেউলে সম্পর্ক (2025 India-Pakistan Standoff)। তবে এবার যেন পরিস্থিতি আরও গুরুতর। ভারতীয় সেনারা পাকিস্তানের কুকীর্তির জবাব দিতে গিয়ে এবার বিরাট পদক্ষেপ নিয়েছে। পাঁচটি পাকিস্তানি এয়ারবেসকে গুঁড়িয়ে দিয়ে সেনারা বুঝিয়ে দিয়েছে যে, তারা এখনও আক্রমণেই বিশ্বাস রাখছে

তবে এই পরিস্থিতিতে যখন সীমান্তে সেনাবাহিনীর মনোবল আকাশছোঁয়া, তখন শেয়ারবাজারে কিছুটা পতন দেখা গেল। হ্যাঁ, গত এক-দুই দিন শেয়ার বাজারের গ্রাফে লাল চিহ্ন। যদিও আতঙ্কের পরিস্থিতি খুব একটা তৈরি হয়নি। তবে অস্থিরতার কথা মাথায় আনছে বিনিয়োগকারীরা।

যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে অর্থনীতিতে কী প্রভাব পড়বে?

যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ দীর্ঘদিন টিকে যায়, তাহলে সরাসরি প্রভাব পড়বে ভারতের অর্থনীতিতে। হ্যাঁ, ঠিকই পড়েছেন। কারণ বাজার তলানিতে থেকে একমাত্র অর্থনৈতিক অনিশ্চয়তার সময়। আর CNBC-র ম্যানেজিং ডিরেক্টর অঞ্জ সিংঘল জানিয়েছেন, যুদ্ধ যত বাড়বে, তত বাড়বে অর্থনৈতিক অনিশ্চয়তা।

তার মতে এই পুরো ঘটনাটির মধ্যে এক ধরনের অর্থনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, যখন ভারত ধীরে ধীরে বৈশ্বিক অর্থনৈতিতে শক্তপোক্ত হিসেবে তালিকার প্রথম দিকে উঠে আসছে, তখন এরকম যুদ্ধ পরিস্থিতি বাজারে আবারও টালমাটাল অবস্থা সৃষ্টি করতে পারে।

ট্রেডারদের জন্য পরামর্শ

অঞ্জ সিংঘলের মতে, এখন ট্রেন্ড খোঁজার সময় না। এখন লেভেল বেস স্ট্রাটেজি আর আগের মত কাজ করবে না। কারণ বাজারে এখন ফেক ব্রেকআউট বা ফেক ব্রেকডাউন দেখা যাচ্ছে। যারা বিনিয়োগকারী, তাদের উদ্দেশ্যে পরামর্শ – বড় কোনও মুভকে নতুন ট্রেন্ড বলে ধরে নেবেন না। 

দ্বিতীয়ত, হেজিং ছাড়া কোনও অবস্থাতেই ওভারনাইট পজিশনে যাবেন না। তৃতীয়ত, ইন্ডেক্সের পরিবর্তে স্টকে আস্থা রাখুন এবং ব্যাসকেট ট্রেডিং করুন ও নিফটি পুট দিয়ে হেজ করার চেষ্টা করুন।

বিনিয়োগকারীদের জন্য পরামর্শ

ট্রেডারদের পাশাপাশি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে অঞ্জ সিংঘল জানিয়েছেন, আপনারা যা করছিলেন তাই করুন। কিন্তু বুঝেশুনে কাজ করুন। ভালো স্টকগুলির তালিকা তৈরি করে রাখুন। বাজার পতন হলে সেই স্টকগুলি কেনার সুযোগ নিন। 

আরও পড়ুনঃ রেশন নিয়ে বিরাট পদক্ষেপ সরকারের, মাথায় বাজ কর্মীদের

আর আতঙ্কে পড়ে গিয়ে ভালো স্টক বিক্রি করতে যাবেন না। এছাড়া গবেষণা না করে কোনও স্টক কিনবেন না। পাশাপাশি ডিফেন্স সেক্টরে অল্প পরিমাণে এক্সপোজার বাড়াতে পারেন। এখন দেখার, ভারত-পাকিস্তান আবহে বাজার পরিস্থিতি ঠিক কোন দিকে গড়ায়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join