প্রীতি পোদ্দার: ঘটনাটি আজকের নয়। বহু দিন ধরে বকেয়া DA নিয়ে আন্দোলন চালাচ্ছেন বাংলার রাজ্য সরকারি কর্মীরা। একদিকে বকেয়া DA তেমনই অন্যদিকে আরেকদিকে আন্দোলন চলছে কেন্দ্রীয় হারে DA মেলার। কোনো কিছুরই এখনও মেলেনি সুরাহা। দিন দিন অপেক্ষা যেন বেড়েই চলছে সরকারী কর্মীদের। আর এর মাঝেই এল সুখবর। কালীপুজোর আগেই বকেয়া অর্থ প্রদান করবে রাজ্য।
এরিয়ারের টাকা মিটিয়ে দেওয়া নিয়ে হাইকোর্টে মামলা
তবে এই বকেয়া অর্থ পশ্চিমবঙ্গ সরকার নয়, মেটাতে চলেছে পাঞ্জাব সরকার। জানা গিয়েছে ২০২৯-৩০ অর্থবর্ষ বা ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ধাপে-ধাপে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মিটিয়ে দেওয়া হবে। কিন্তু এই আবহে ৮২ বছরের পেনশনভোগী দাবি করেন যে হাইকোর্টে এরিয়ারের টাকা মিটিয়ে দেওয়ার প্রসঙ্গ উঠলেও নির্দেশ এবং সময় মতো এরিয়ারের টাকা দেয়নি রাজ্য সরকার। তাই এই নিয়ে ফের মামলা করা হয় সরকারের বিরুদ্ধে। আর এই মামলার ভিত্তিতে এবার হাইকোর্টে বকেয়া আপডেট তুলে ধরল সরকার।
বকেয়া প্রদানে লাগবে আরও ছয় থেকে সাত বছর!
রাজ্য সরকারের তরফে হাইকোর্টে জানানো হয়েছে, ২০২৪ সালের মার্চ পর্যন্ত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া বা এরিয়ার মেটাতে ১৮,২২৮ কোটি টাকা লাগবে। আর সেই বকেয়া টাকা মেটাতে আরও ছয় বা সাত বছরের মতো লাগবে। এদিন সেই মামলার ভিত্তিতে পাঞ্জাবের অর্থসচিব অজয়কুমার সিনহা জানিয়েছেন যে ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীদের সংশোধিত বেতন, অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের পেনশন এবং লিভ এনক্যাশমেন্টের এরিয়ার মিলিয়ে ১৪,০৮৯ কোটি টাকা বকেয়া রয়েছে।
এবং এও বলা হয়েছে যে, ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ২০২১ সালের জুলাই থেকে ২০২৪ সালের মার্চের মধ্যে বকেয়া DA মেটাতে ৪,১৩৯ কোটি টাকা খরচ হবে। যা একবারে মেটাতে গেলে রাজ্যের কোষাগারের উপরে প্রবল চাপ পড়বে। তাই পুরো টাকা মেটাতে ছয় থেকে সাত বছর সময় লাগবে।
এদিকে গতকাল অর্থাৎ রবিবার, রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে সরাসরি সাংবাদিক বৈঠকে বসেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কালীপুজোর আগেই সরকারী কর্মীদের DA এবং বকেয়া বেতন নিয়ে বড় ঘোষণা করলেন তিনি। বর্তমানে যেখানে ৫০ শতাংশ হারে DA মিলছে সেখানে জুলাই থেকে DA এর পরিমাণ ৩ শতাংশ বেড়ে ৫৩ শতাংশ হতে চলেছে। সেইসঙ্গে বকেয়া DA এর টাকাও মিটিয়ে দেওয়া হবে। তবে চারটি কিস্তিতে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএয়ের টাকা প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।