Indiahood-nabobarsho

এই দিন ঘোষণা হতে পারে DA, কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বিরাট খবর

Published on:

DA Dearness Allowance

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: বহুদিন ধরে সরকারি দফতরগুলিতে অষ্টম বেতন কমিশন নিয়ে আলোচনা হয়ে আসছে। যদিও অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) খুব শীঘ্রই চালু হতে চলেছে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ইতিমধ্যেই সেই কমিশনে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে কবে থেকে এই অষ্টম বেতন কমিশন কার্যকর হবে, তা নিয়ে এখনও কোনো স্পষ্ট ঘোষণা করা হয়নি। আর এই আবহেই এবার ফের কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা DA নিয়ে বড় আপডেট পাওয়া গিয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দেশে প্রতি ৬ মাস অন্তর এই AICPI সূচকের তথ্যসূচি দেখে কেন্দ্রীয় সরকার। কারণ এই মূল্যবৃদ্ধি তথ্যের ওপরই সরকারি কর্মীদের DA বা মহার্ঘ ভাতার সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। সরকার জানুয়ারি থেকে জুন ও জুলাই থেকে ডিসেম্বরের তথ্যের গড় মূল্যবৃদ্ধি দেখে DA বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। তাই আশঙ্কা করা হচ্ছে যে চলতি মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে চলেছে। যা ১ জানুয়ারী, ২০২৫ থেকে কার্যকর বলে বিবেচিত হয়েছে।

কতটা বাড়বে DA?

গত বছর অর্থাৎ ২০২৪ এর অক্টোবর মাসেই মোদি সরকার একধাক্কায় DA এর পরিমাণ ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল। এই সিদ্ধান্তের পরই সরকারি কর্মীদের DA বেড়ে হয় ৫৩ শতাংশ। যার ফলে উপকৃত হন এক কোটিরও বেশি সরকারি কর্মী ও পেনশনহোল্ডাররা। গত জানুয়ারিতে সরকার ডিএ ৪ শতাংশ বাড়িয়েছিল। তখন সরকারি কর্মীদের ডিয়ারনেস অ্যালাউয়েন্স বেড়ে হয়েছিল ৫০ শতাংশ। তাই সেই হিসেবে নিরিখে আশঙ্কা করা যাচ্ছে যে এবার DA এর পরিমাণ আরও ৩ শতাংশ বাড়তে চলেছে। অর্থাৎ DA এর মোট পরিমাণ দাঁড়াতে চলেছে ৫৬ শতাংশ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কর্মীদের বেসিক স্যালারি বাড়বে কতটা?

এক্ষেত্রে যদি কোনো সরকারী কর্মীর বেসিক পে ১৮০০০ হয় এবং DA ৫৩ শতাংশ হয় তাহলে বর্তমানে সে ৯৫৪০ টাকা পাচ্ছে। কিন্তু DA এর পরিমাণ যদি ৫৬ শতাংশ হয় তাহলে সেই অর্থ ৯৫৪০ থেকে বেড়ে হবে ১০,০৮০ টাকা। আবার যাদের ৫৩ শতাংশ হারে বর্তমানে বেসিক পে ৫৬,১০০ টাকা হয় সেক্ষেত্রে বর্তমানে তাঁরা ২৯,৭৩৩ টাকা পান এবং ৫৬ শতাংশ হলে সেই অর্থ ১৬৮৩ টাকা প্রতি মাসে বেড়ে হবে ৩১,৪১৬ টাকা। জানা গিয়েছে আগামী ২৬ ফেব্রুয়ারি, বুধবার মন্ত্রিসভার একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা। আশঙ্কা করা হচ্ছে সেখানেই এই ঘোষণা করা হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group