অর্থ দফতরের বিজ্ঞপ্তি, কেন্দ্রের মতোই ৩% DA বাড়াল রাজ্য সরকার, মিলবে জুলাই থেকে

Published on:

7th pay commission

প্রীতি পোদ্দার: বছরের শুরুতেই কেন্দ্র সরকার একধাক্কায় ৪ শতাংশ DA বাড়িয়ে দিয়েছিল। যার ফলে কেন্দ্রীয় কর্মীদের DA মোট পৌঁছেছিল ৫০ শতাংশে। তবে এর পরিমাণ কিছুদিন আগে ফের বেড়ে যায়। দুর্গাপুজোর সময় অর্থাৎ অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকার সমস্ত কেন্দ্রীয় সরকারী কর্মীদের DA  ফের ৩ শতাংশ হারে বাড়িয়ে ৫৩ শতাংশ করে দিয়েছে। বেশ খুশি হয়েছিল কেন্দ্রীয় কর্মীদের একাংশ। আর এবার সেই একই আনন্দে গা ভাসাতে চলেছে রাজ্যের সরকারী কর্মীরা। অর্থাৎ কেন্দ্রের দেখানো পথেই এবার হাঁটতে শুরু করল আরেক রাজ্য।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

৩ শতাংশ DA বৃদ্ধি করল রাজ্য সরকার!

জানা গিয়েছে এবার কেন্দ্রের মতো গোয়াতেও রাজ্য সরকারি কর্মীরা এবার থেকে ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতে চলেছেন। শুধু তাই নয়, সরকারি মদত প্রাপ্ত স্কুলগুলির শিক্ষক এবং অশিক্ষক কর্মীরাও এবার থেকে ওই সমহারেই DA পেতে চলেছে। সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটাই জানিয়েছে রাজ্যের অর্থ দফতের। ১ জুলাই থেকে এই বর্ধিত হারে ডিএ কার্যকর হতে চলেছে। অর্থাৎ নভেম্বর মাসের বেতনের সঙ্গে সরকারি কর্মীরা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের বকেয়া DA পাবেন।

DA বৃদ্ধির ফলে কোষাগার থেকে অতিরিক্ত খরচ

এর আগে গত মার্চ মাসে গোয়ার সরকারি কর্মীদের DA ৪৬ শতাংশ থেকে ৪ শতাংশ বাড়িয়ে ৫০ করা হয়েছিল। এরপর কেন্দ্রীয় সরকারের দেখানো পথেই একই সিদ্ধান্ত নিল গোয়া সরকার। রাজ্যের অর্থ দফতের আন্ডারসেক্রেটারি প্রণব ভাট জানিয়েছেন রাজ্যের সরকারি কর্মীদের বর্ধিত হারে মহার্ঘ ভাতা বা DA দেওয়ার ফলে প্রতি মাসে এখন থেকে সরকারের ৯ থেকে ১০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে কোষাগার থেকে। তবে সরকারী কর্মীদের তরফে জানা গিয়েছে প্রতিবারের তুলনায় এবার সরকারের DA বৃদ্ধির ঘোষণা করতে কিছুটা ‘দেরি’ করেছে, যদিও বেশ খুশি কর্মীরা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এদিকে একদিকে যখন কেন্দ্রের পাশাপাশি একের পর এক রাজ্য সরকার নিজেদের সরকারি কর্মীদের DA বৃদ্ধি করে চলেছে। সেখানে পশ্চিমবঙ্গের মমতা সরকার এখনও রাজ্য সরকারি কর্মীদের ষষ্ঠ পে কমিশনের আওতায় মাত্র ১৪% হারে DA প্রদান করে চলেছে। এই নিয়ে তাই তীব্র অসন্তোষ প্রকাশ করছে সরকারী কর্মীরা। যার ফলে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে বহুদিন থেকে আন্দোলন চালাচ্ছেন তারা। তবে এখনও কোনো সুরাহা মেলেনি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group