প্রীতি পোদ্দার, ইম্ফল: ২০২৪ এ সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে DA বৃদ্ধি বা মহার্ঘ ভাতা (Dearness allowance) বৃদ্ধির ক্ষেত্রে ব্যাপক সুবিধা লাভ করেছিল ৪৮ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬০ লক্ষেরও বেশি পেনশনভোগী। বছর শুরুর প্রথম দিকেই একধাক্কায় DA ৪ শতাংশ বৃদ্ধি পাওয়ায় মোট DA এর পরিমাণ দাঁড়িয়েছিল ৫০ শতাংশে। এর পর গত বছর দীপাবলীর সময় শেষবার কেন্দ্রীয় সরকার সকল সরকারী কর্মীদের DA বা মহার্ঘ ভাতা বাড়িয়েছিল প্রায় ৩ শতাংশ। যার ফলে এই মুহূর্তে মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫৩ শতাংশে। আর এবার নতুন বছর পড়তেই আরও এক দফায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বৃদ্ধির সময় এসে গিয়েছে। তবে এবার পালা রাজ্য সরকারের, কর্মীদের DA বা মহার্ঘ ভাতা একধাক্কায় অনেকটাই বৃদ্ধি করল রাজ্যের মূখ্যমন্ত্রী।
নতুন বছর পড়তেই ফের বাড়ল DA!
গত বছরের শেষে DA বা মহার্ঘ ভাতা বৃদ্ধির অপেক্ষায় ছিলেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। কিন্তু সেই আশায় জল ঢেলে দেয় সরকার। রাজ্যের সরকারি কর্মীদের DA সংক্রান্ত কোনো ঘোষণাই করেনি রাজ্য সরকার। অন্যদিকে নতুন বছর পড়তেই রাজ্যের সরকারী কর্মীদের DA একধাক্কায় বাড়িয়ে দিল মনিপুর সরকার। অর্থাৎ নতুন বছর ২০২৫ এর প্রাক্কালে এই সৌভাগ্য সুযোগ পেতে চলেছে মণিপুরের সরকারী কর্মীরা। বর্ষশেষের দিন অর্থাৎ মঙ্গলবার রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য এমনই ঘোষণা করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। জানা গিয়েছে এবার রাজ্যের এক লাখেরও বেশি কর্মচারীর একধাক্কায় ৭ শতাংশ মহার্ঘ ভাতা বা DA বৃদ্ধি হতে চলেছে। আর এই বর্ধিত হারে মহার্ঘ ভাতা বা DA মিলবে ১ জানুয়ারী, ২০২৫ থেকে। আগে যেখানে এই রাজ্যের সরকারী কর্মীরা ৩২ শতাংশ DA বা মহার্ঘ ভাতা পেতেন এখন সেখানে সেই DA এর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৯ শতাংশে। শুধু তাই নয় থাকছে আরও নানা সুবিধা।
কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে রাজ্য সরকার
জানা গিয়েছে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের নির্দেশে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোতে কেবিন ক্রু পদের জন্য প্রায় ৫০০ যুবকদের দিল্লিতে আবাসিক দক্ষতা প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এবং রাজ্যের চিকিৎসা পরিকাঠামোতেও নয়া উদ্যোগ গ্রহণ করতে চলেছে সরকার। জানা গিয়েছে সমস্ত জেলা হাসপাতালে বিনামূল্যে ২৩ টি ক্যান্সারের ওষুধ সরবরাহ করতে চলেছে মনিপুর সরকার। যার ফলে অনেকটাই উপকৃত হবে রাজ্যবাসী। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা নয়া বছরের জানুয়ারি থেকে আরও একদফায় DA বৃদ্ধির আশায় আছেন। সাধারণত জানুয়ারি এবং জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA বাড়ানো হয়ে থাকে।
তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে সাধারণত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জানুয়ারি থেকে যে DA বৃদ্ধি পায়, সেটার ঘোষণা করা হয় প্রায় মাসদুয়েক পরে। যেমন ২০২৪ সালে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল মার্চের প্রথম সপ্তাহে। যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে কেন্দ্রের তরফে কিছুটা জানানো হয়নি।