৫ বছরে শুধু সুদ থেকে আয় ২৪ লক্ষ টাকা! প্রবীণদের জন্য ধামাকাদার স্কিম

Published:

Savings Scheme
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: বিনিয়োগে ঝুঁকি না নিয়ে নিশ্চিত রিটার্ন পাওয়ার চিন্তাভাবনা সবাই করে। আপনার মাথায়ও যদি এরকম কোনও পরিকল্পনা থাকে, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্যই। কারণ, এবার সরকার এমন এক স্কিম (Savings Scheme) নিয়ে এসেছে, যেখানে 5 বছরে সুদ মিলছে 24 লক্ষ টাকার বেশি।

হ্যাঁ, এক্কেবারে সত্যি। আসলে আমরা বলছি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের কথা। সূত্র বলছে, এটি একটি সরকার পরিচালিত সঞ্চয় প্রকল্প, যেখানে অবসরপ্রাপ্তদের জন্য চড়া হারে সুদ দেওয়া হয়। এমনকি বিনিয়োগ থাকে সম্পূর্ণ নিরাপদ। চলুন বিস্তারিত জেনে নিই এই স্কিম সম্পর্কে।

কেন এই স্কিম এত জনপ্রিয়?

বিগত কিছু মাস ধরে শেয়ারবাজারের টানাপোড়েনের জেরে বহু প্রবীণ নাগরিক ঝুঁকিহীন বিনিয়োগের রাস্তা খুঁজছেন। আর সেই রাস্তায় এগিয়ে থাকছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। কারণ এটি ভারত সরকার দ্বারা পরিচালিত হয়। আর এখানে বার্ষিক 8.2 শতাংশ হারে সুদ দেওয়া হয়। শুধু তাই নয়, এখানে স্বামী-স্ত্রী যৌথভাবে অ্যাকাউন্ট খুলতে পারে।

কীভাবে বিনিয়োগ করবেন এই স্কিমে?

খোঁজ নিয়ে জানা গেল, প্রবীণ নাগরিকরা এখানে 60 বছর বয়সের পর বিনিয়োগ করতে পারে। তবে কেউ চাইলে এককভাবে বা যৌথভাবে অ্যাকাউন্ট খুলতে পারে। এমনকি এই অ্যাকাউন্টে সর্বোচ্চ 30 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায় এবং সর্বনিম্ন 1000 টাকা বিনিয়োগ করতে হয়। তবে হ্যাঁ, 1 লক্ষ টাকা পর্যন্ত নগদ জমা দেওয়া যায়। তারপর বেশি টাকা জমা দিতে হলে চেক ব্যবহার করতে হয়।

পাঁচ বছরে মিলবে 24 লক্ষ টাকা সুদ

ধরুন, কোনও অবসরপ্রাপ্ত দম্পতি পৃথকভাবে দুটি অ্যাকাউন্ট খুলল এবং যৌথভাবে 60 লক্ষ টাকা বিনিয়োগ করলো। এবার তারা প্রতি ত্রৈমাসিক হিসেবে সুদ পাবে 1,20,300 টাকা, যা বার্ষিক হিসেবে দাঁড়াচ্ছে 4,81,200 টাকা। আর পাঁচ বছরে হিসাব করলে দাঁড়াচ্ছে প্রায় 24,06,000 টাকা। অর্থাৎ, শুধুমাত্র সুদ থেকেই 5 বছরে আয় হচ্ছে 24 লক্ষ টাকা। তাও সম্পূর্ণ ঝুঁকিমুক্তভাবে।

একক অ্যাকাউন্টে বিনিয়োগ করলে মিলছে 12 লক্ষ

এবার ধরুন, কোনও প্রবীণ নাগরিক সিঙ্গেল অ্যাকাউন্টে 30 লক্ষ টাকা বিনিয়োগ করলেন। তাহলে তিনি প্রতি ত্রৈমাসিকে সুদ পাবেন 60,150 টাকা এবং বার্ষিক হারে সুদ পাবে 2,40,600 টাকা। একইভাবে পাঁচ বছরে 12,03,000 টাকা সুদ পাবে। আর মেয়াদপূর্তিতে তার মোট ফান্ড দাঁড়াবে 42,03,000 টাকা।

আরও পড়ুনঃ গ্রাহকদের বড় ঝটকা দিল ICICI ব্যাঙ্ক

থাকছে অতিরিক্ত সুবিধা

আগেই বলেছি, এই স্কিমে বছরে 8.2% হারে সুদ দেওয়া হয়, যা অন্যান্য ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের তুলনায় অনেকটাই বেশি। এর পাশাপাশি এখানে আয়কর আইন ধারা 80C অনুযায়ী 1.5 লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যায় এবং পাঁচ বছর শেষে এই স্কিমটির মেয়াদ আবারো বাড়ানো যায়। এমনকি প্রতি তিন মাস অন্তর সুদ পাওয়ার সুযোগ রয়েছে এই স্কিমে।

তাই যদি অবসর জীবন নিয়ে চিন্তিত থাকেন এবং বিনিয়োগের কথা মাথায় আনেন, তাহলে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে এখনই বিনিয়োগ করতে পারেন। তাহলে ভবিষ্যৎ নিয়ে আর কোনোরোকম দুশ্চিন্তা থাকবে না।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join