আম্বানি, আদানি, মাস্ককে ছাপিয়ে একদিনেই আয় ৪৮০০০,০০,০০,০০০ টাকা! কে এই ব্যক্তি?

Published on:

Updated on:

Jensen Huang

সৌভিক মুখার্জী, কলকাতা: মাত্র 24 ঘন্টাতেই আয় করে ফেললেন 48 হাজার কোটি টাকা! ভাবতে পারছেন? অবাক করার মতো বিষয় হলেও একদমই সত্যি! না, এই মানুষটি মুকেশ আম্বানি, গৌতম আদানি কিংবা এলন মাস্ক নন, বরং তিনি হলেন জেনসেন হুয়াং (Jensen Huang), বিশ্বের সবথেকে বড় চিপ নির্মাতা সংস্থা NVIDIA-র সহ প্রতিষ্ঠিতা এবং সিইও।

একদিনেই গড়ে তুললেন টাকার পাহাড়

সম্প্রতি এক রিপোর্ট বলছে, বুধবার NVIDIA-র শেয়ারের দর লাগামছাড়া বেড়েছে। হ্যাঁ, একদিনেই জেনসেনের সম্পত্তি 5.54 বিলিয়ন ডলার বেড়ে 135 বিলিয়ন ডলারে পৌঁছেছে। আর এই আকাশছোঁয়া বৃদ্ধির জেরে তিনি বিশ্বের 11 তম ধনী ব্যাক্তিতে পরিণত হয়েছেন। রিপোর্ট বলছে, বর্তমানে তিনি গুগলের সহ-প্রতিষ্ঠাতা সার্গেই ব্রিনের থেকে মাত্র একধাপ পিছিয়ে। 

আসলে বুধবার বাজার খোলার পরপরই NVIDIA-র শেয়ার 2.6% বেড়ে একবারে রেকর্ড ছুঁয়ে ফেলে। পূর্বের রেকর্ড ছিল 149.28 ডলার। আর এদিন শেয়ার খুলেছিল 149.28 ডলারে, আর বন্ধ হয় 154.31 ডলারে! মানে ভাবতে পারছেন? 4 শতাংশের বেশি উত্থান!

আর এই বিরাট ঝটকার জেরেই NVIDIA এখন বিশ্বের সবথেকে মূল্যবান কোম্পানি হয়ে দাঁড়িয়েছে, যার বাজার মূল্য দাঁড়িয়েছে প্রায় 3.76 ট্রিলিয়ন ডলারে। হ্যাঁ, এখন এটি মাইক্রোসফটকেও টপকে গিয়েছে, যাদের বাজার মূল্য 3.65 ট্রিলিয়ন মার্কিন ডলার। 

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুনঃ অ্যাকাউন্টে ১০,০০০ টাকা না রাখলেই ৬% জরিমানা! গ্রাহকদের বিরাট ঝটকা দিল এই ব্যাঙ্ক

জেনসেন হুয়াং আসলে কে?

এখন সবার মনেই সংশয় আসতে পারে যে, কে এই জেনসেন হুয়াং? আসলে তিনি তাইওয়ানে জন্মগ্রহণকারী একজন আমেরিকান উদ্যোক্তা। তিনি 1993 সালে NVIDIA সংস্থাটি গড়ে তোলেন। আর সে সময় ভিডিও গেমের গ্রাফিক্সের জন্যই চিপ বানানো ছিল তার মূল লক্ষ্য। আর বর্তমানে AI বিপ্লবের একেবারে প্রাণভোমরা হয়ে দাঁড়িয়েছে NVIDIA!

আসলে বর্তমান দিনে রোবটিক্স, অটোনমাস কার, মেশিন লার্নিং থেকে শুরু করে ChatGPT-তে যে সমস্ত চিপ ব্যবহার করা হচ্ছে, তার বেশিরভাগই NVIDIA-র গড়ে তোলে। আর আজকের দিনে দাঁড়িয়ে AI প্রযুক্তির সবথেকে বড় শক্তি হয়ে উঠেছে এই NVIDIA! আর এই কোম্পানির উপর ভর করেই এক ঝটকায় কোটি কোটি ডলার আয় করে ফেলেছেন এই জেনসেন হুয়াং।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥