পার্থ সারথি মান্না, নয়া দিল্লিঃ দেশের করদাতাদের জন্য সম্পত্তি নতুন একটি নির্দেশিকা জারি করা হয়েছে আয়কর দফতরের (Income Tax Department) তরফ থেকে। যেখানে নিয়ম না নাম হলে ১০ লক্ষ টাকার জরিমানা হতে পারে বলে জানানো হচ্ছে। আপনিও কি একজন আয়কর দাতা বা প্রতিবছর আইটি ফাইল করেন? তাহলে আজকের প্রতিবেদনটি অবশ্যই পড়ুন। কারণ নাহলে ছোট্ট ভুলের জন্য বড় অঙ্কের জরিমানা দিতে হতে পারে।
আয়কর বিভাগের কনসালটেশন পেপার
গত শনিবার আয়কর বিভাগের তরফ থেকে একটি কনসালটেশন পেপার জারি করা হয়েছে। সেখানে করদাতাদের ২০২৪-২৫ অর্থবর্ষের ফাইলিংয়ের সময় বিদেশ থেকে যায় বা বৈদেশিক সম্পত্তির কোনোরকম তথ্য গোপন না করার নির্দেশ দেওয়া হয়েছে। যারা দেরিতে ফাইল করবেন বা সংশোধন করবেন তাদের আগামী ৩১ শে ডিসেম্বরের মধ্যেই সমস্ত তথ্য জমা দিতে হবে।
বিদেশী সম্পত্তি বা আয় না জানালেই হতে পারে জরিমানা
যদি কারোর কোনোরকম বিদেশী ব্যাঙ্ক অ্যাকাউন্ট, নগদ বীমার চুক্তি, ট্রাস্টি অ্যাকাউন্টম বা বিদেশের কোনো ইনভেস্টমেন্ট থেকে ক্যাপিটাল গেইন হয়ে থাকে তাহলে তার সবটাই আয়কর জমা দেওয়ার সময় উল্লেখ করতে হবে।
আয়কর বিভাগের আইন অনুযায়ী, ITR পূরণের সময় বিদেশী সম্পদ বা বিদেশ থেকে আয়ের তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। এক্ষেত্রে বিদেশ থেকে আয়ের পরিমাণ আয়কর সীমার চেয়ে কমও হতেই পারে। তবে যদি আইটিআর জমা দেওয়ার সময় এই তথ্য গোপন করা হয় তাহলে সেটা ব্ল্যাক মানি বা ট্যাক্স ইম্পোজিশন আইন ২০১৫ অনুযায়ী অপরাধ বলে গণ্য করা হবে। এর ফলে তথ্য গোপন করা ব্যক্তিকে ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।
কিভাবে জানাতে হবে তথ্য?
যেমনটা জানা যাচ্ছে, ইমেল বা এসএমএস এর মাধ্যেম CBDT আয়কর দাতাদের মেসেজ পাঠাবে যারা ইতিমধ্যেই ২০২৪-২৫ আয়কর জমা করেছেন। মূলত যাদের সিস্টেম অটোমেটিক ভাবে ধরতে পেরেছে বা বিদেশী আয় হলেও উল্লেখ করেননি তাদেরকেই এই মেসেজ পাঠানো হবে। তবে যারা এখনও আইটিআর ফাইল করেননি তাদের সমস্ত তথ্য প্রকাশের জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।