৫ বছরে মাত্র ১ লক্ষে ১.৫১ কোটি রিটার্ন! বাজারের সেরা স্টকের হদিশ পেল India Hood

Published:

Shilchar Technologies
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: মাত্র 1 লক্ষ টাকা পাঁচ বছরে 1.51 কোটির ফান্ডে পরিণত হল! কি নিশ্চয়ই শুনে ভিমড়ি খেলেন? আসলে এটাই সত্যি। সুস্থ মস্তিষ্কের মানুষ কখনই বিশ্বাস করবে না। তবে আজকের এই প্রতিবেদনে আমরা এমন এক শেয়ারের কথা বলব, যা বদলে দিয়েছে সবকিছু!

হ্যাঁ আমরা, বলছি শিলচর টেকনোলজিসের (Shilchar Technologies) কথা। 2020 সালের জুন মাসে মাত্র 35 টাকা মূল্যের এই শেয়ারের আজ দাম দাঁড়িয়েছে 5315 টাকা। আর এই পাঁচ বছরে শেয়ারটির উত্থান হয়েছে 14,942 শতাংশের বেশি। মানে ভাবতে পারছেন?

বিনিয়োগের ম্যাজিক শিলচর টেকনোলজিস

সূত্র বলছে, যদি আপনি 2020 সালে এই কোম্পানির শেয়ারে মোটামুটি 1 লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তাহলে আজ আপনি 1.51 কোটি টাকার মালিক হতেন। এক কথায় রাতারাতি কোটিপতি হয়ে যাওয়া! বলে দিই, এই কোম্পানির শেয়ার গতকাল বাজার খুলেছিল 5331.60 টাকায়, যা বিগত দিনের তুলনায়ও অনেকটা বেশি। তবে গত ছয় মাসে শেয়ারটি 4 শতাংশ তলানিতে ঠেকেছে। কিন্তু সামগ্রিকভাবে 1 বছরের হিসেবে তা 52 শতাংশ লাভই দিয়েছে।

কোম্পানির আয় এবং লাভ

শুধু শেয়ারের দর নয়, বরং আর্থিকভাবেও দারুণ পারফর্ম করেছে এই কোম্পানিটি। 2025 সালের মার্চ ত্রৈমাসিকে এই কোম্পানির নেট প্রফিট 121% বেড়ে 55.36 কোটিতে গিয়ে ঠেকেছে। আর একইসঙ্গে তাদের রেভিনিউ বেড়েছে প্রায় 119 শতাংশ, যা টাকার অংকে দাঁড়াচ্ছে 231.86 কোটিতে। 

তবে পাশাপাশি এই কোম্পানির প্রফিট বিফোর ট্যাক্স দাঁড়িয়েছে 74.68 কোটি টাকা, টোটাল খরচ দাড়িয়েছে 161.77 কোটি টাকা, ম্যাটেরিয়াল খরচ দাঁড়িয়েছে 150.30 কোটি টাকা, কর্মচারীদের খরচ বাবদ ব্যয় হয়েছে 6.86 কোটি টাকা এবং অন্যান্য খরচ 1.16 কোটি টাকা। কিন্তু সামগ্রিকভাবে লাভের মুখই দেখেছে কোম্পানিটি। 

আরও পড়ুনঃ মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে সোনার দামে বিরাট পতন, কমছে রুপোর দরও! আজকের রেট

বিনিয়োগ মানেই ঝুঁকি

দেখুন, শেয়ারবাজার মানেই সবসময় ঝুঁকি, এ কথা বলার অপেক্ষা রাখে না। 2025 সালের শুরু থেকে এই শেয়ারটি 3% লসের মধ্যে দিয়ে যাচ্ছে। যার ফলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, স্বল্পমেয়াদী বিনিয়োগকারীদের জন্য কিছুটা অনিশ্চয়তা থাকছে। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্তের পথে হাঁটবেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join