ডলারের বিপরীতে পতন ভারতীয় মুদ্রার! আজকের রেট

Published on:

Indian Rupee

সৌভিক মুখার্জী, কলকাতা: সপ্তাহের শুরুতেই ভারতীয় রুপি (Indian Rupee) বিরাট ধাক্কা খেলো। একধাক্কায় 6 পয়সা পতন হয়ে এবার আলোচনার শিরোনামে রুপি। 27 মে, সোমবার দিনের শুরুতে রুপির মূল্য দাঁড়িয়েছিল 85.15 টাকা প্রতি ডলার, যা গতদিনের ক্লোজিং রেট 85.09 টাকার থেকে অনেকটাই নীচে। সূত্র বলছে, মূলত তেলের আমদানির জন্যই ডলারের হঠাৎ চাহিদা বেড়ে গিয়েছে। ফলে রুপির দাম তলানিতে ঠেকছে।

তেলের দামের পতনে বেড়েছে ডলারের চাহিদা

বিশ্ববাজারে দিনের পর দিন ব্রেন্ট ক্রুডের দাম তলানিতে ঠেকছে। সূত্র বলছে, সোমবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ছিল প্রতি ব্যারেল 84.58 ডলার, যা গত দিনের তুলনায় প্রায় 16 সেন্ট কম। 

এর ফলে ভারতের তেল বিপণন সংস্থাগুলি আগাম ডলার কিনে রাখতে শুরু করেছে, যাতে আমদানির মূল্য কিছুটা সামাল দেওয়া যায়। আর এজন্যই বাজারে ডলারের চাহিদা বেড়ে গিয়ে রুপির মূল্য তলানিতে ঠেকছে।

তবে বেশ কিছু বিশেষজ্ঞ বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক নীতি এবং বাণিজ্যের ঘাটতি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে এখন সংশয় সৃষ্টি হয়েছে। তবে এদিন ডলারের সূচক কিছুটা হলেও দুর্বল হয়েছে। আর ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে ডলারের মান পরিমাপের সূচক দাঁড়িয়েছে 98.866, যা গতদিন 98.93-এর তুলনায় সামান্য পতন।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুনঃ ফের অনেকটাই কমল সোনার দাম, রুপো নিয়েও বিরাট সুখবর! আজকের রেট

চলছে রুপির উত্থানপতন

প্রসঙ্গত জানিয়ে রাখি, মে মাসের 26 তারিখ অর্থাৎ দরপতনের আগের দিন দুপুরের দিকে রুপির মান 84-এর নিচে নেমে এসেছিল। তবে বিকেলের দিকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মাধ্যমে তেল আমদানির জেরে তেল বিপণন সংস্থাগুলির প্রচুর পরিমাণে ডলার কেনার আগ্রহ দেখা যায়। ফলে রুপির দাম আবারও তলানিতে ঠেকে, অর্থাৎ লাভের লাভ কিছু করতে পারেনি ভারতীয় রুপি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥