এখন ভারতের ৫০০ টাকা নেপালে কত জানেন? উত্তর জেনে অবাক হবেন না তো!

Published on:

Nepalese Rupee Vs Indian Rupee which currency is most powerful

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হওয়ার প্রতিবাদ থেকে সরকার উৎখাতে গিয়ে ঠেকেছে নেপালের ছাত্র যুবদের বিক্ষোভ। GenZ আন্দোলনের মুখে কেপি শর্মা ওলি সহ তাঁর গুরুত্বপূর্ণ মন্ত্রীরা পদত্যাগ করেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবন থেকে শুরু করে একাধিক সরকারী কার্যালয় এমনকি সংসদ ভবনেও আগুন লাগিয়ে দিয়েছে বিদ্রোহীরা। ভেঙে ফেলা হচ্ছে কাঠমান্ডু সহ অন্যান্য শহরে তৈরি বিভিন্ন দেশী-বিদেশী সংস্থার শোরুম, জ্বালিয়ে দেওয়া হচ্ছে একের পর এক গাড়ি। সব মিলিয়ে, নেপালের ছাত্র জনতার বিক্ষোভ একেবারে চরম আকার নিয়েছে।

পড়শি দেশের এমন দুরবস্থার মাঝে নেপাল নিয়ে নানান প্রশ্ন ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কেউ জানতে চাইছেন, নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, কারও জিজ্ঞাস্য, নেপাল কি তাহলে এবার হিন্দু রাষ্ট্রের দিকে এগোচ্ছে? কারও প্রশ্ন, নেপালের ছাত্র যুবদের এমন আন্দোলনের নেপথ্যে কি কোনও শয়তানের মুখ লুকিয়ে? তবে এমন একাধিক প্রশ্নের মাঝে কেউ কেউ আবার নেপালের মানুষের জীবনযাত্রা, সেখানকার সংস্কৃতি এমনকি ভারতীয় রুপির তুলনায় নেপালি মুদ্রার মান (Indian Rupee Vs Nepalese Rupee) সম্পর্কেও আগ্রহী হয়ে উঠেছেন।

নেপাল নাকি ভারত, কোন দেশের মুদ্রা বেশি শক্তিশালী?

প্রথমেই বলে রাখি, নেপালের সরকারি মুদ্রার নাম হল নেপালি রুপি। যার বিনিময় হার প্রতিদিনই ওঠা নামা করে। 11 সেপ্টেম্বর, বৃহস্পতিবারের হিসেব অনুযায়ী, ভারতের 1 রুপি নেপালি মুদ্রায় 1.60 নেপালি রুপি। হিসেবটা যদি, 100 ভারতীয় রুপিতে করা হয় সেক্ষেত্রে নেপালে তা 160 নেপালি রুপির সমান। সে ক্ষেত্রে যদি 500 বা 1000 এর ভারতীয় রুপির হিসেব করা হয় তবে নেপালে ভারতের 500 রুপি সমান 799.33 নেপালি রুপি। একইভাবে ভারতের 1000 রুপি নেপালে 1599.26 নেপালি রুপির সমান।

বলে রাখা ভাল, বন্ধু দেশ হওয়ার সুবাদে নেপালে সাধারণত ভারতের 100 এবং 200 টাকার নোট সহজেই চলে যায়। দেশটির বেশিরভাগ দোকানই ভারতীয় রুপি গ্রহণ করে থাকে। তবে এদেশের 500 টাকার মতো বড় নোট সহজে নেপালিরা গ্রহণ করতে চান না। ঠিক তখনই, প্রসঙ্গ ওঠে ভারতীয় রুপি এক্সচেঞ্জ করে নেপালি রুপিতে আসার। নেপালের সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, দেশটির সীমান্তবর্তী শহর ও পর্যটন কেন্দ্রগুলিতে ভারতীয় রুপির ব্যাপক চল রয়েছে।

অবশ্যই পড়ুন: মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সাথে হাত মেলাল ভারত! বিরল খনিজ নিয়ে হতে পারে বড় চুক্তি

প্রসঙ্গত, নেপালে চলমান সংকট যেমন গোটা বিশ্ববাসীর মনে অল্প হলেও চিন্তা বাড়িয়েছে, ঠিক তেমনই নানা মহলে উঠে আসছে ভারতের পড়শি দেশের মানুষের জীবনযাত্রা, শিক্ষা, উন্নয়ন এমনকি সংস্কৃতির প্রসঙ্গ। এদিকে বিশ্লেষক মহল দাবি করছে, নেপালের এই চলমান উত্তেজনা দেশটির পর্যটন শিল্পকে বড়সড় ধাক্কা দেবে। আর তা হলে কার্যত ভয়ঙ্কর অন্ধকার নেমে আসবে ও দেশে পর্যটন শিল্পের সাথে যুক্ত বহু মানুষের জীবনে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥