যুদ্ধে জড়িয়েছে এশিয়ার দুই প্রতিবেশী! ভারতের ১ টাকা থাইল্যান্ড, কম্বোডিয়ায় কত জানেন?

Published on:

Indian rupees to Thailand and Cambodia currency

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এক ঐতিহাসিক শিব মন্দির চত্বরকে কেন্দ্র করে সংঘাতে জড়িয়েছে এশিয়ার দুই প্রতিবেশী থাইল্যান্ড ও কম্বোডিয়া। যার প্রভাব পড়েছে ভারতীয় পর্যটকদের ওপরও।

আসলে, ভারতীয় ভ্রমণপিপাসুদের অন্যতম পছন্দের জায়গা থাইল্যান্ড। মূলত সেই কারণেই, বছরের বিভিন্ন সময়ে দেশ থেকে বহু পর্যটক থাইল্যান্ড ঘুরতে যান। তবে সাম্প্রতিক সময় কম্বোডিয়ার সাথে সংঘাতে যাওয়ার কারণে ও দেশে চলছে গোলাগুলি! শুধু তাই নয়, বহু ভারতীয় পর্যটক থাইল্যান্ড যাওয়ার জন্য ফ্লাইট বুকিং থেকে শুরু করে হোটেল বুকিং করে বর্তমানে বিপাকে পড়েছেন!

এদিকে দুই দেশের মধ্যে চলা সংঘর্ষ থামাতে তৎপর হয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের যা খবর, এশিয়ার দুই প্রতিবেশীকে সংঘাতের পথ থেকে সরিয়ে আনতে পদক্ষেপ নিতে পারে ভারতও! যদিও ইতিমধ্যেই কম্বোডিয়ার তরফে দ্রুত যুদ্ধবিরতির ডাক দেওয়া হয়েছে! এখন দেখার পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়!

ভারতের 1 টাকা থাইল্যান্ডে কত?

এমন অনেকেই রয়েছেন যাঁরা, ভারত নাকি থাইল্যান্ড কোন দেশের মুদ্রা সবচেয়ে বেশি শক্তিশালী তা জানতে চাইছেন। আসলে থাইল্যান্ডের কারেন্সি ভাট সম্পর্কে সেইসব ভারতীয়রা সবচেয়ে বেশি অবগত যাঁরা, ইতিমধ্যেই থাইল্যান্ড ভ্রমণে গিয়েছেন কিংবা প্রায়শই কর্মসূত্রে থাইল্যান্ডে যাওয়া আসা হয়ে থাকে।

তাও জানিয়ে রাখি, ভারতের 1 রুপি সমান থাইল্যান্ডে 0.37 ভাট। অর্থাৎ ভারতীয় রুপি তুলনায় থাইল্যান্ডের কারেন্সির মূল্য অনেকটাই বেশি। তবে যদি হিসেবটা 100 ভারতীয় রুপিতে করা হয় সেক্ষেত্রে, 100 ভারতীয় রুপি সমান 37.45 টাকা। এদিকে আবার থাইল্যান্ডের 1 ভাট সমান ভারতীয় মুদ্রায় 2.67 রুপি।

অবশ্যই পড়ুন: ‘কীভাবে হাইকোর্ট এমন স্থগিতাদেশ দিতে পারে!’ OBC মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তিতে রাজ্য

উল্লেখ্য, থাইল্যান্ডের কারেন্সি ভারতীয় রুপি’র তুলনায় মূল্যবান হলেও এশিয়ার আরেক প্রতিবেশী অর্থাৎ থাইল্যান্ডের বর্তমান শত্রু কম্বোডিয়ার কারেন্সি কিন্তু ভারতীয় মুদ্রার তুলনায় অনেকটাই দুর্বল। বলা বাহুল্য, ভারতের 1 রুপি কম্বোডিয়ায় 43.13 রিয়েল। একইভাবে, 5 রুপি সমান 230.67 কম্বোডিয়ান রিয়েল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥