Indiahood-nabobarsho

৫ দিনেই উধাও প্রায় ৪৫,০০০ কোটি! বিরাট ক্ষতির সম্মুখীন ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক

Published on:

state bank of india

পার্থ সারথি মান্না, কলকাতাঃ দেশের সবচেয়ে রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। কোটি কোটি মানুষ নিজেদের টাকা রাখার জন্য এই ব্যাঙ্কটিকেই বেছে নিয়েছেন। তবে বিগত কয়েক দিনে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে SBI-কে। জানলে অবাক হবেন মাত্র ৫ দিনেই প্রায় ৪৫,০০০ কোটি টাকার কাছাকাছি ক্ষতি হয়েছে স্টেট ব্যাঙ্কের। কিন্তু কি কারণে এত টাকার ক্ষতি হল? জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

৫ দিনে প্রায় ৪৫,০০০ কোটির ক্ষতি SBI এর

আসলে বিগত কিছু সপ্তাহ ধরে ভারতের শেয়ার বাজার নিম্নমুখী। যার জেরে একাধিক শেয়ারের দাম পড়েছে হু হু করে। এক্ষেত্রে ভারতের রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক SBI ও বাদ পড়েনি। প্রাইভেট ব্যাঙ্ক থেকে শুরু করে সরকারি সমস্ত ব্যাঙ্কের শেয়ারের দামের পতনের ফলে মোট মার্কেট কাপিটালাইজেশন অনেকটাই কমে গিয়েছে। শেষ ৫ দিনেই ৪৪,৯৩৫.৪৬ কোটি টাকা কমেছে এসবিআই এর মার্কেট ক্যাপ।

অবশ্য প্রাইভেট ব্যাঙ্কগুলিও ব্যাপক ক্ষতির সম্মূখীন হয়েছে। HDFC Bank ইতিমধ্যেই ৭০,৪৭৯.২৩ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে। যার ফলে বর্তমানে এইচডিএফসি ব্যাঙ্কের বর্তমানে টোটাল মার্কেট ক্যাপ হয়ে গিয়েছে ১২ লক্ষ ৬৭ হাজার কোটি টাকার মত।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

BSE ও NSE তে পতন

গত সপ্তাহেই BSE ২.৩২% পড়ে ১৮৪৪.২ পয়েন্টে নেমে যায়। এছাড়া Nifty ও ২.৩৮% পড়ে ৫৭৩.২৫ পয়েন্টে নেমে আসে। এর ফলে SBI, HDFC Bank এর পাশাপাশি মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রি, ICICI Bank, আইটিসি ইত্যাদি শেয়ারগুলিও বেশ কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে অন্যদিকে টাটা গ্রূপের টিসিএস, ভারতী এয়ারটেল, ইনফোসিস, হিন্দুস্থান ইউনিলিভার, এইচসিএল টেকনোলজি ইত্যাদি শেয়ারগুলিতে বৃদ্ধি দেখা গিয়েছে।

প্রসঙ্গত, গত সপ্তাহে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতে হয়েছে HDFC Bank-কে। অন্যদিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানির হিসাবে দেখা দিয়েছে। এরপর পরেই রয়েছে টিসিএস, HDFC Bank, এয়ারটেল, আইসিআইসিআই ব্যাঙ্ক, ইনফোসিস ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group