সৌভিক মুখার্জী, কলকাতা: এখনও মানুষ নিরাপদ বিনিয়োগের বিকল্প হিসেবে ফিক্সড ডিপোজিটকেই (Fixed Deposit) প্রথম প্রাধান্য দেয়। সেই সূত্র ধরে দেশের শীর্ষস্থানীয় প্রাইভেট ব্যাঙ্ক ইন্ডাসইন্ড ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হার পরিবর্তন করেছে। হ্যাঁ, এপ্রিলের শেষের দিকে লাগু হওয়া এই নতুন সুদের হারে মূলত দীর্ঘমেয়াদি ফিক্সড ডিপোজিটে বেশ কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। যদিও স্বল্প মেয়াদের ক্ষেত্রে সুদের হার কিছুটা কমানো হয়েছে।
তবে বেশ কিছু সূত্র মারফত যা জানা যাচ্ছে, প্রবীণ নাগরিকদের জন্য এই সুদের হার আরও বাড়ানো হয়েছে। কারণ তারা নির্দিষ্ট মেয়াদের এফডিতে এবার সর্বোচ্চ 8.5% হারে সুদ দিচ্ছে, যেখানে সাধারণ গ্রাহকরাও পাচ্ছে 7.5% হারে সুদ।
কেন এই পরিবর্তন?
সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক 25 বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছে। আর এই সিদ্ধান্তের প্রভাবে দেশের বিভিন্ন ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হার অনেকটাই কমানো শুরু করেছে। ইন্ডাসইন্ড ব্যাঙ্কও সেই তালিকাতে এবার নিজের নাম লিখিয়েছে।
ইন্ডাসইন্ড ব্যাঙ্কের আপডেটেড সুদের হার
এখনও পর্যন্ত সূত্রের যা খবর, ইন্ডাসইন্ড ব্যাঙ্কে 3 কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে বিভিন্ন মেয়াদে ভিন্ন ভিন্ন সুদের হার নির্ধারণ করা হয়েছে। যেমন-
- 7 থেকে 14 দিনের জন্য সাধারণ গ্রাহকরা 3.50% হারে সুদ পাবে এবং প্রবীণ নাগরিকরা 4% হারে সুদ পাবে।
- 15 থেকে 30 দিনের জন্য সাধারণ গ্রাহকরা 3.50% হারে সুদ পাবে এবং প্রবীণ নাগরিকরা 4% হারে সুদ পাবে।
- 31 থেকে 45 দিনের জন্য সাধারণ গ্রাহকরা 3.75% হারে সুদ পাবে এবং প্রবীণ নাগরিকরা 4.25% হারে সুদ পাবে।
- 46 থেকে 60 দিনের জন্য সাধারণ গ্রাহকরা 4.75% হারে সুদ পাবে এবং প্রবীণ নাগরিকরা 5.25% হারে সুদ পাবে।
- 61 থেকে 90 দিনের জন্য সাধারণ গ্রাহকরা 5.00% হারে সুদ পাবে এবং প্রবীণ নাগরিকরা 5.50% হারে সুদ পাবে।
- 91 থেকে 180 দিনের জন্য সাধারণ গ্রাহকরা 7.00% হারে সুদ পাবে এবং প্রবীণ নাগরিকরা 7.50% হারে সুদ পাবে।
- 181 থেকে 364 দিনের জন্য সাধারণ গ্রাহকরা 7.00% হারে সুদ পাবে এবং প্রবীণ নাগরিকরা 7.50% হারে সুদ পাবে।
- 1 বছর থেকে 1 বছর 3 মাসের জন্য সাধারণ গ্রাহকরা 7.50% হারে সুদ পাবে এবং প্রবীণ নাগরিকরা 8.00% হারে সুদ পাবে।
- 1 বছর 3 মাস থেকে 1 বছর 4 মাসের জন্য সাধারণ গ্রাহকরা 7.75% হারে সুদ পাবে এবং প্রবীণ নাগরিকরা 8.25% হারে সুদ পাবে।
- 1 বছর 5 মাস থেকে 2 বছরের জন্য সাধারণ গ্রাহকরা 7.50% হারে সুদ পাবে এবং প্রবীণ নাগরিকরা 8.00% হারে সুদ পাবে।
- 2 বছর থেকে 3 বছর 3 মাসের জন্য সাধারণ গ্রাহকরা 7.25% হারে সুদ পাবে এবং প্রবীণ নাগরিকরা 7.75% হারে সুদ পাবে।
- 3 বছর 3 মাস থেকে 61 মাসের জন্য সাধারণ গ্রাহকরা 7.10% হারে সুদ পাবে এবং প্রবীণ নাগরিকরা 7.60% হারে সুদ পাবে।
- 61 মাস ও তার বেশি সময়ের জন্য সাধারণ গ্রাহকরা 7.00% হারে সুদ পাবে এবং প্রবীণ নাগরিকরা 7.50% হারে সুদ পাবে।
ইন্ডাসইন্ড ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের বিশেষ সুবিধা
অন্যান্য ব্যাঙ্কের তুলনায় ইন্ডাসইন্ড ব্যাঙ্কের এফডিতে বিশেষ কিছু সুবিধা থাকছে। হ্যাঁ এখানে আপনি মাসিক সুদ পেতে পারেন। আপনি এফডি করার সময় বেছে নিতে পারবেন যে, আপনি কি হারে সুদ নেবেন। সবথেকে বড় ব্যাপার, এখানে আসল এবং সুদ মিলিয়ে আবার পুনরায় বিনিয়োগ করা যায়।
আরও পড়ুনঃ আদৌ টিম ইন্ডিয়ায় খেলতে পারবেন বৈভব সূর্যবংশী! কী বলছে ICC-র নিয়ম? বুঝে নিন
কাদের জন্য সেরা এই ফিক্সড ডিপোজিট?
যারা দীর্ঘমেয়াদে অর্থ লগ্নি করতে চান, তাদের জন্য 15 থেকে 16 মাস মেয়াদের এফডি হতে পারে সেরা বিকল্প। কারণ এখানে সুদের হার সর্বোচ্চ রাখা হয়েছে। তবে যারা স্বল্প সময়ের জন্য টাকা রাখতে চান, তাদের জন্য অন্যান্য ব্যাঙ্কের স্কিম খুঁজে নেওয়ায় সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। কারণ এখানে স্বল্প মেয়াদে সুদের হার অনেকটাই কমানো হয়েছে। তবে হ্যাঁ, বিনিয়োগ করার আগে অবশ্যই নিজের সিদ্ধান্তেই বিনিয়োগ করবেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |