সৌভিক মুখার্জী, কলকাতা: বছরের শুরুটা স্বস্তি দিয়ে শুরু হলেও, যত দিন কেটেছে, শুধু হতাশা ধরা দিয়েছে। হ্যাঁ, রিজার্ভ ব্যাঙ্ক এ বছর মোট 1 শতাংশ রেপো রেট কমিয়ে দিয়েছে। যার ফলে ঋণের উপর সুদের হার অনেকটাই কমেছে। ফলে মানুষের ঋণ নিতে সুবিধা হলেও, ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) মতো সঞ্চয় প্রকল্পে রিটার্ন অনেকটাই কম আসছে।
তবে দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক এসবিআই এখনো কিছু নির্দিষ্ট সময়কালের এফডিতে চড়া হারে সুদ দিচ্ছে। আজ আমরা এমন একটি স্কিমের কথা জানবো, যেখানে মাত্র 1 লক্ষ টাকা বিনিয়োগ করলেই আপনি পেতে পারেন 22,419 টাকা পর্যন্ত সুদ।
SBI ফিক্সড ডিপোজিটে কত সুদ দিচ্ছে?
বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাধারণ গ্রাহকদের মোটামুটি 3.30% থেকে 6.7% পর্যন্ত সুদ দিচ্ছে এবং বয়স্ক নাগরিক বা সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এই হার 7.10%-এ গিয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে 444 দিনের অমৃত কলশ স্কিমে সিনিয়র সিটিজেনরা 7.10% সুদ পাচ্ছে, আর সাধারণ তিন বছরের ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকরা 6.30% সুদ পাচ্ছে। এমনকি সিনিয়র সিটিজেনরাও 6.80% হারে সুদ পাচ্ছে।
1 লক্ষ টাকা ডিপোজিট করলে কত লাভ হবে?
যদি কোনও সাধারণ গ্রাহক তিন বছরের জন্য 1 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে, তাহলে সে মেয়াদ শেষে পাবে 1,20,626 টাকা। অর্থাৎ, মোট সুদ দাঁড়াবে 20,626 টাকা। এবার একই হিসেবে যদি কোনও সিনিয়র সিটিজেন 1 লক্ষ টাকা তিন বছরের জন্য ফিক্সড ডিপোজিট করেন, তাহলে মেয়াদ শেষে তিনি হাতে পাবেন 1,22,419 টাকা। অর্থাৎ সুদ দাঁড়াবে 22,419 টাকা।
আরও পড়ুনঃ মাত্র ২% সুদে হোম লোন দিচ্ছে কেন্দ্র সরকার, কীভাবে আবেদন জানুন
বলে রাখি, যেখানে শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে ঝুঁকি থেকে যায়, সেখানে ফিক্সড ডিপোজিট সম্পূর্ণ নিরাপদ বিনিয়োগের বিকল্প। বিশেষ করে অবসরপ্রাপ্ত নাগরিক বা যারা ঝুঁকি নিতে চান না, তাদের জন্য একেবারে সোনায় সোহাগা। তাই যদি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকেন, তাহলে আজই স্টেট ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করুন এবং চিন্তামুক্ত হন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |