বিনিয়োগ করলেই দ্বিগুণ লাভ! সেরা স্কিম নিয়ে এল SBI

Published on:

SBI Scheme

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে বাজারের যা অবস্থা, তাতে বিনিয়োগের সঠিক রাস্তা খুঁজে পাওয়া সত্যিই কঠিন। অথচ অবসরপ্রাপ্ত সিনিয়র সিটিজেনদের কথা মাথায় রেখে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই এমন এক স্কিম (SBI Scheme) এনেছে, যেখানে বিনিয়োগ করতে পারলেই মিলছে দ্বিগুণ রিটার্ন! তো চলুন এই স্কিম সম্পর্কিত বিস্তারিত জেনে নিই আজকের প্রতিবেদনে।

কত শতাংশ সুদ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক?

বেশ কয়েকটি সূত্র খতিয়ে জানা গেল, বর্তমানে ভারতীয় স্টেট ব্যাঙ্ক সিনিয়র সিটিজেনদের জন্য 10 বছরের ফিক্সড ডিপোজিটের 7.30% হারে সুদ দিচ্ছে। আর এই স্কিমে সুদের হার এবং সময়সীমা অনুযায়ী সুদের উপর সুদ যোগ করে দীর্ঘমেয়াদে বিশাল অঙ্গের ফান্ড তৈরি করা যাচ্ছে। ফলে বিনিয়োগের জন্য এটি হয়ে উঠছে এক্কেবারে সেরা বিকল্প। 

বিনিয়োগের হিসাব বুঝে নিন

ধরুন, কেউ এই স্কিমে 50 লক্ষ টাকা বিনিয়োগ করলো। এবার এখানে প্রতিবছরের 7.30% হারে সুদ দেওয়া হচ্ছে, যা আগেই বলা হয়েছে। এবার 10 বছর পর সুদের পরিমাণ দাঁড়াবে 53,07,344 টাকা। ফলে মোট রিটার্ন মিলবে 1,03,07,344 টাকা। মানে ভাবতে পারছেন? 10 বছর শেষে বিনিয়োগ দ্বিগুণেরও বেশি হয়ে যাচ্ছে।

এবার যদি কেউ 40 লক্ষ টাকা বিনিয়োগ করে, তাহলে সে 42,85,875 টাকা সুদ পাবে। ফলে 10 বছর পর তার মোট রিটার্ন দাঁড়াবে 82,85,875 টাকা।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

একই হিসাব ধরে যদি কেউ 30 লক্ষ টাকা বিনিয়োগ করে, তাহলে সে সুদ পাবে 31,84,406 টাকা। ফলে 10 বছর পর মোট রিটার্ন দাঁড়াবে 61,84,406 টাকা।

একইভাবে যদি কেউ 20 লক্ষ টাকা এই স্কিমে বিনিয়োগ করে, তাহলে সে 10 বছরে মোট সুদ পাবে 21,22,937 টাকা। ফলে তার মোট রিটার্ন দাঁড়াবে 41,22,937 টাকা।

আরও পড়ুনঃ সামনেই লোকনাথ বাবার তিরোধান দিবস, কীভাবে করবেন পুজো? জেনে নিন দিনক্ষণ ও শুভ তিথি

বিনিয়োগের আগে অবশ্যই বিষয়গুলি মাথায় রাখুন

তবে হ্যাঁ জানিয়ে রাখি, সুদের হার সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। তাই বিনিয়োগের আগে অবশ্যই সঠিক তথ্য যাচাই করুন। পাশাপাশি সুদ সংক্রান্ত শর্তাবলী এবং টিডিএস এর মত কর সংক্রান্ত বিষয়ে জেনে বুঝেই বিনিয়োগ করুন। 

এমনকি প্রয়োজন পড়লে ব্যাঙ্কের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই বিনিয়োগ করুন। এক কথায় ভারতীয় স্টেট ব্যাঙ্কের এই দীর্ঘমেয়াদি ফিক্সড ডিপোজিটটি হতে পারে বিনিয়োগের জন্য সেরা বিকল্প। তবে অবশ্যই নিজের আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্তের পথে হাঁটুন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥