মিলেছে ২০%-র উপর রিটার্ন, এই ৫ ফান্ডে বিনিয়োগ করলে হবে প্রচুর লাভ

Published on:

Updated on:

Mutual Fund

সৌভিক মুখার্জী, কলকাতা: একটু বুদ্ধি করে আর সঠিক জায়গায় যদি বিনিয়োগ করা যায়, তাহলে ভবিষ্যৎ বদলে যায়! হ্যাঁ, এর সবথেকে বড় উদাহরণ হতে পারে মিউচুয়াল ফান্ড (Mutual Fund), যেখানে ধারাবাহিকভাবে মাত্র 12,500 টাকার মাসিক এসআইপি বিনিয়োগকারীদের হাতে প্রায় 50 লক্ষ টাকার ফান্ড তুলে দিয়েছে। মানে কল্পনা করতে পারছেন? আজ আমরা এমন পাঁচটি ফান্ড সম্পর্কে জানব, যেগুলি বিগত 10 বছরে সবথেকে ভালো রিটার্ন দিয়েছে।

ইনভেস্কো লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড | Invesco Large & Mid Cap Fund |

খোঁজ নিয়ে জানা গেল, এই ফান্ড বিগত 10 বছরে 20.23% রিটার্ন দিয়েছে। 10 বছর আগে যদি আপনি প্রতি মাসে এখানে 12,500 টাকা বিনিয়োগ করতে পারতেন, তাহলে আজ আপনার বিনিয়োগের 15 লক্ষ টাকা বেড়ে দাঁড়াত 48,51,471 টাকায়। মানে ভাবতে পারছেন? 

এই ফান্ডের সবথেকে বড় বৈশিষ্ট্য হল এর স্থায়িত্ব। আর এটি মূলত Nifty LargeMidcap 250 TRI সূচকের উপর ভিত্তি করেই রিটার্ন দেয়। এমনকি এই ফান্ডের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 7273 কোটি টাকা। ফলে এখানে একবার বিনিয়োগ করলেই চিন্তা শেষ।

বন্ধন লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড | Bandhan Large & Mid Cap Fund |

জানা গিয়েছে, এই ফান্ডটি বিগত 10 বছরে 19.79% রিটার্ন দিয়েছে। 10 বছর ধরে যদি কেউ মাসিক 12,500 টাকা এখানে এসআইপি করতে পারত, তাহলে আজ তার ভ্যালু দাঁড়াত প্রায় 47,14,937 টাকা। আর এই ফান্ডটি মোটামুটি ব্যালেন্স পোর্টফোলিও এবং কম খরচের জন্য পরিচিত। বলে রাখি, এই ফান্ডের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 9107 কোটি টাকা।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আইসিআইসিআই প্রুডেনশিয়াল লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড | ICICI Prudential Large & Mid Cap Fund |

বিগত 10 বছরে এই ফান্ডটি 19.5% রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। হ্যাঁ, এই ফান্ডে যদি কেউ মাসিক 12,500 টাকা ইনভেস্ট করতে পারত, তাহলে 10 বছর পর তার হাতে থাকত 47,02,745 টাকা। জানা যাচ্ছে, এই ফান্ডের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 21,657 কোটি টাকা। আর এই ফান্ডে বিভিন্ন শক্তিশালী কোম্পানির স্টক রয়েছে। ফলে দীর্ঘমেয়াদে মোটা অংকের রিটার্ন দিতে পারছে এই ফান্ড।

কোয়ান্ট লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড | Quant Large and Mid Cap Fund |

এই তালিকার আরও একটি গুরুত্বপূর্ণ ফান্ড হলো কোয়ান্ট লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। হ্যাঁ, এটি বিগত 10 বছরে 19.55% রিটার্ন দিয়েছে। এখানে যদি কেউ মাসিক 12,500 টাকা এসআইপি করতে পারত, তাহলে আজ তার হাতে থাকত 46,42,325 টাকা। তবে এই ফান্ড তুলনামূলকভাবে কম জনপ্রিয় হলেও, সাম্প্রতিক বছরগুলোতে যে হারে পারফরম্যান্স দেখিয়েছে, তাতে বিনিয়োগকারীদের পা বাড়ানো স্বাভাবিক। জানা যাচ্ছে, এই ফান্ডের এক্সপেক্স রেশিও মাত্র 0.64%।

আরও পড়ুনঃ ফের চড়ল হলুদ ধাতুর দর, রুপো নিয়ে সুখবর! আজকের সোনার দাম

এইচডিএফসি লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড | HDFC Large & Mid Cap Fund |

বিগত 10 বছরে এইচডিএফসি ব্যাঙ্কের এই ফান্ড রিটার্ন দিয়েছে 19.03%। আর সেই হিসেব অনুযায়ী, যদি এই ফান্ডে কেউ 15 লক্ষ টাকা এসআইপি করতে পারত, তাহলে আজ তার হাতে থাকত 44,89,364 টাকা। আর এটি অনেক পুরনো এবং জনপ্রিয় ফান্ড, যা বরাবরই লং টার্মে বিনিয়োগকারীদের মোটা অঙ্কের রিটার্ন দিয়েছে। জানা যাচ্ছে, এই ফান্ডের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 26,849 কোটি টাকা।

তবে বলে রাখি, আপনি যদি দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চান, তাহলে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। কিন্তু মিউচুয়াল ফান্ডে বাজারের ওঠানামার ঝুঁকি থাকে এবং সবসময় যে 100% রিটার্ন আসে, এমনটাও বলা যায় না। তাই অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এবং নিজের সিদ্ধান্ত অনুযায়ী বিনিয়োগের পথে হাঁটবেন। অন্যথায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হলে India Hood Bangla কোনোরকম দায়বদ্ধতা নেবে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥