Indiahood-nabobarsho

সন্তানের ভবিষ্যৎ হবে সুরক্ষিত, পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করলেই লাভ

Published on:

PPF Scheme

সৌভিক মুখার্জী, কলকাতা: সন্তানদের শিক্ষার খরচ দিনের পর দিন বাড়ছে। স্কুল, কলেজ থেকে শুরু করে উচ্চশিক্ষার খরচ এখন অনেকের বাজেটের উপর চাপ ফেলে। কিন্তু যদি একটু পরিকল্পনা করে সঞ্চয় করা যায়, তাহলে ভবিষ্যতে এই সমস্ত সমস্যা আর হয় না। হ্যাঁ, সেই পথ দেখাচ্ছে এবার পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম (PPF Scheme)। 

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সরকার সুরক্ষিত এই স্কিমে বিনিয়োগ করলে নেই কোন ঝুঁকির ভয়, তেমনই ভবিষ্যৎ হবে সুরক্ষিত। শুধু তাই নয়, এই স্কিমে দেওয়া হচ্ছে চড়া সুদের হার। তাই আপনার বিনিয়োগকৃত মূলধন পরিণত হবে মোটা অঙ্কে। কিন্তু কীভাবে এই স্কিমে আবেদন করবেন? কত টাকা বিনিয়োগ করতে হবে? জানতে চাইলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

নিরাপদ বিনিয়োগে ভবিষ্যৎ নিশ্চিত

জানিয়ে রাখি, ব্যাঙ্কের মতো পোস্ট অফিসেরও রয়েছে নানারকম সঞ্চয় প্রকল্প। আর এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এই স্কিমটি বার্ষিক 7.1% হারে সুদ দেয়, যা অন্যান্য ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টের তুলনাই অনেকটাই চড়া। আর সবথেকে বড় ব্যাপার, এখানে বিনিয়োগ করলে আয়কর আইন 80C ধারা অনুযায়ী করছাড় পাওয়া যায়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কীভাবে খুলবেন PPF অ্যাকাউন্ট?

আপনি চাইলে খুব সহজেই নিজের নামে অথবা কোন নাবালক সন্তানের নামে পোস্ট অফিসে গিয়ে PPF অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে জানিয়ে রাখি, ন্যূনতম 500 টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খোলা যায়। আর প্রতিবছর সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়।

রয়েছে দীর্ঘমেয়াদী বিনিয়োগের সুযোগ

PPF সাধারণত দীর্ঘমেয়াদী বিনিয়োগের প্রকল্প। এই স্কিমের মেয়াদে 15 বছর। এই সময়ের মধ্যে আপনি টাকা তুলতে পারবেন না। তবে বিশেষ কিছু নিয়মে তোলা যাবে। সূত্র বলছে, সপ্তম বছরের পর থেকে কিছু টাকা তুলতে পারবেন। শুধু তাই নয়, যদি মেয়াদ শেষে স্কিম টেনে নিয়ে যেতে চান, তাহলে আরও পাঁচ বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে। এর ফলে আপনার ফান্ড হবে অনেক বড় এবং সন্তানের উচ্চশিক্ষায় কোনরকম প্রভাব পড়বে না।

পাবেন লোনের সুবিধা

পোস্ট অফিসের এই স্কিমের সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো, তিন বছর পর আপনি চাইলে PPF অ্যাকাউন্টের বিপরীতে লোন নিতে পারবেন। হ্যাঁ, এর ফলে আপনার কোন জরুরী আর্থিক অবস্থায় টাকা হাতছাড়া হবে না, থাকবে বাড়তি বিকল্প।

আরও পড়ুনঃ ভাড়া অটো রিক্সার মতো, এবার কলকাতা শহরে উড়বে Air Taxi, কবে শুরু পরিষেবা?

কেন এখানে বিনিয়োগ করবেন?

দেখুন, বর্তমান সময়ে সন্তানদের ভবিষ্যতের কথা মাথায় রেখে বিনিয়োগ করা সত্যিই জরুরী। পোস্ট অফিস যেহেতু কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত হয়, তাই আপনার বিনিয়োগ করা মূলধন থাকবে সম্পূর্ণ নিরাপদ। পাশাপাশি দীর্ঘমেয়াদে আপনার ফান্ড মোটা অঙ্কে পরিণত হবে, যা সন্তানের শিক্ষা, ক্যারিয়ার গঠনে বড়সড় ভূমিকা রাখবে এবং ভবিষ্যৎ থাকবে সুরক্ষিত।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group