শুধু সুদই মিলবে ৪৯,৯৪৩ টাকা! PNB এই স্কিমে বিনিয়োগে হবেন লাভবান

Published on:

Punjab national bank

সৌভিক মুখার্জী, কলকাতা: বিনিয়োগ করার জন্য নিরাপদ বিকল্প খুঁজছেন? আবার স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডের উপর ভরসা করতে পারছেন না? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সংবাদ। কারণ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিট (PNB Fixed Deposit) হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। কেননা PNB-র এই স্কিমে মাত্র 2 লক্ষ টাকা বিনিয়োগ করলেই আপনি 3 বছর পর প্রায় 50 হাজার টাকা সুদ পাবেন। অর্থাৎ মেয়াদ শেষে আপনার হাতে থাকবে প্রায় 2.5 লক্ষ টাকা। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। কিন্তু কীভাবে? চলুন জেনে নেওয়া যাক।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

PNB-র বিশেষ FD স্কিমের সুবিধা

বেশ কিছু সূত্র বলছে, PNB-র এই স্কিমে সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। এই স্কিমের মেয়াদ 3 বছর। এখানে সাধারণ নাগরিকদের 7% হারে সুদ দেওয়া হয় এবং সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে 7.50% হারে সুদ দেওয়া হয়। ফলে মেয়াদ শেষে সাধারণ নাগরিকরা 2,46,287/- টাকা ফেরত পাবেন, যেখানে সুদ হবে 46,287/- টাকা এবং প্রবীণ নাগরিকরা 2,49,943/- টাকা ফেরত পাবেন, যেখানে সুদ হবে 49,943/- টাকা। আরে এই স্কিমের সবথেকে বড় সুবিধা হল, এখানে আপনার বিনিয়োগের উপর নিশ্চিত সুদ দেওয়া হবে। স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডের মত কোনোরকম ঝুঁকির সম্ভাবনা নেই।

সিনিয়র সিটিজেনদের জন্য সেরা অপশন!

সাধারণ নাগরিকদের তুলনায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সিনিয়র সিটিজেনদের বেশি গুরুত্ব দিয়ে থাকে। আর এবারও তার ব্যাতিক্রম হল না। এই স্কিমে সিনিয়র সিটিজেনরা বেশি পরিমাণে সুদ পাচ্ছেন। অর্থাৎ, বয়স 60 এর বেশি হলেই 2 লক্ষ টাকা বিনিয়োগে আপনি অতিরিক্ত 3,656/- টাকা সুদ পাবেন। তাই ঝুঁকিমুক্ত বিনিয়োগে নিশ্চিত রিটার্ন চাইকে এই স্কিমটি হতে পারে সেরা বিকল্প।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

PNB-র অন্যান্য FD-তে সুদের হার

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বর্তমানে 7 দিন থেকে 10 বছর পর্যন্ত মেয়াদের বিভিন্ন FD স্কিম চালু করে রেখেছে, যেখানে 3.50% থেকে 7.5% পর্যন্ত সুদ দেওয়া হয়। তবে প্রবীণ নাগরিকদের জন্য আরো বেশি সুদ দেওয়া হয়। বয়স 60 এর বেশি হলেই এখানে 4% থেকে 7.75% পর্যন্ত সুদ পাওয়া যায়। আর এমনই একটি FD স্কিমের মেয়াদ 2 বছর 1 দিন থেকে 3 বছর। যেখানে সাধারণ নাগরিকরা 7% সুদ পায় এবং সিনিয়র সিটিজেনরা 7.5% সুদ পায়।

আরও পড়ুনঃ মধ্যবিত্তদের স্বস্তি, একধাক্কায় ৪ হাজার টাকা কমল দাম! দেখুন আজ সোনা-রুপোর রেট

এই সুযোগ মিস করবেন না

ভারতের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ভারত সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয় হয় ব্যাংক। তাই এখানে বিনিয়োগ 100% ঝুঁকিমুক্ত। আর্থিক প্রতারণার কোন সুযোগই নেই। পাশাপাশি গ্যারান্টি সুদ এবং মূলধনের নিরাপত্তা পাওয়া যায়। এমনকি পছন্দমত মেয়াদও আপনি বেছে নিতে পারবেন। আর এত উচ্চ হারে সুদ অন্যান্য ব্যাংকের FD স্কিম দিতে পারবেনা। তাই নিরাপদ বিনিয়োগের স্কিম খুঁজে থাকলে অবশ্যই এই স্কিমটি হতে পারে আপনার জন্য সেরা বিকল্প।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group