Indiahood-nabobarsho

PPF-র ম্যাচুরিটির পরেও বছরে ৭০০০০০ টাকা আয় করতে পারবেন, জানুন কীভাবে

Published on:

Public Provident Fund

সৌভিক মুখার্জী, কলকাতা: বিনিয়োগ করতে কমবেশি সবাই চায়। এমনকি কম ঝুঁকিতে বেশি রিটার্ন যেখানে মেলে, সবাই সেদিকেই পা বাড়ায়। অনেকে তো শেয়ারমার্কেট বা মিউচুয়াল ফান্ডের দিকে ঝুঁকি নেয়। আবার অনেকে নিশ্চিন্ত থাকার জন্য সরকারি স্কিমের প্রতি ঝোঁকেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আর তেমনই একটি জনপ্রিয় স্কিম হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Public Provident Fund)। হ্যাঁ, আপনি যদি দীর্ঘ মেয়াদে বিনিয়োগের চিন্তাভাবনা করে থাকেন এবং ভবিষ্যৎ নিশ্চিত করতে চান, তাহলে পাবলিক প্রভিডেন্ট ফান্ড হতে পারে আপনার জন্য সেরা বিকল্প।

পাবলিক প্রভিডেন্ট ফান্ড কেন জনপ্রিয়?

পাবলিক প্রভিডেন্ট ফান্ড একটি সরকারি সঞ্চয় প্রকল্প। আর এখানে প্রতিবছরের 7.1% হারে সুদ দেওয়া হয়। সবথেকে বড় বিষয়, এটি সম্পূর্ণ করমুক্ত স্কিম। আর এই স্কিমে প্রতিবছর নূন্যতম 500 টাকা থেকে শুরু করে 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। মূলত 15 বছরের জন্যই এই অ্যাকাউন্ট খুলতে হয়। তবে কারোর ইচ্ছা হলে আরো 10 বছর এই স্কিমের মেয়াদ বাড়াতে পারে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

25 বছর অপেক্ষা করলেই লক্ষীলাভ

ধরুন, আপনি প্রতি বছর পাবলিক প্রভিডেন্ট ফান্ডে 1.5 লক্ষ টাকা করে 15 বছর ধরে বিনিয়োগ করছেন। এবার 15 বছর পর আপনার মোট ফান্ড দাঁড়াবে 40,68,209 টাকা। এবার আপনি যদি আর কোনও টাকা না দিয়ে শুধুমাত্র অ্যাকাউন্টটিকে 5 বছর এক্সডেন্ট করেন, তাহলে সেই টাকা বেড়ে দাঁড়াবে 66,58,288 টাকায়।

এবার সেই হিসেবে আরও 5 বছর যদি এক্সটেন্ড করেন, অর্থাৎ মোট 25 বছরে আপনার অ্যাকাউন্টে ফান্ড দাঁড়াবে 1,03,08,015 টাকা। এরপর আপনি আর টাকা রাখতে পারবেন না। কারন স্কিমের সর্বোচ্চ মেয়াদসীমা শেষ হয়ে যাবে। আর এখানে প্রতি বছর 7.1% হারে এখানে সুদ পাবেন। অর্থাৎ, আপনি বছরে শুধু সুদ পাবেন প্রায় 7,31,869 টাকা।

আরও পড়ুনঃ শিয়ালদায় বসল প্রথম ‘মেক ইন ইন্ডিয়া’ কার্গো এক্স-রে স্ক্যানার, বিরাট উপকৃত হবেন যাত্রীরা

পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সুবিধা

প্রথমত পাবলিক প্রভিডেন্ট ফান্ড সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাই এখানে টাকা খোয়া যাওয়ার কোন সম্ভাবনা নেই। অর্থাৎ, এটি নিশ্চিত একটি স্কিম। দ্বিতীয়ত, সুদ এবং ম্যাচুরিটি, উভয়ই করমুক্ত। অর্থাৎ এখানে কোনওরকম কর দেওয়া লাগে না। এমনকি তাই ধৈর্য ধরলে এখানে বড় অঙ্কের লাভ পাওয়া যায়। 

অর্থাৎ, দীর্ঘমেয়াদে বিশাল রিটার্ন মেলে। তাই যদি ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে একটু চিন্তা করে থাকেন এবং বিনিয়োগের রাস্তা খুঁজে থাকেন, তাহলে পাবলিক প্রভিডেন্ট ফান্ড হতে পারে আপনার জন্য সেরা বিকল্প।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group