সৌভিক মুখার্জী, কলকাতা: নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই সবার প্রথমে আসে ফিক্সড ডিপোজিট বা FD-এর নাম। আর শেয়ারবাজারের ওঠানামার ঝুঁকি থাকায় অনেকে এখান থেকে পিছিয়ে এসে দীর্ঘমেয়াদে FD-কে সঞ্চয়ের পদ্ধতি হিসেবে বেছে নেন। আর যদি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে একটু বেশি পরিমাণে সুদ (FD Interest Rate) পাওয়া যায়, তাহলে তো আর কোনো কথাই নেই, বিনিয়োগকারীদের উৎসাহ আরও কয়েকগুণ বেড়ে যায়।
ভারতীয় স্টেট ব্যাঙ্ক (SBI) সময়ের সঙ্গে সঙ্গে বিশেষ সব FD স্কিম চালু করে, যেখানে সাধারণ FD-এর তুলনায় অনেক বেশি পরিমাণে সুদ পাওয়া যায়। বর্তমানে SBI এমন তিনটি স্কিম চালু করেছে, যেখানে আপনি 7.75% পর্যন্ত সুদ পেতে পারেন। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। কিন্তু এই সুযোগ সীমিত সময়ের জন্য। এই বিশেষ স্কিমগুলিতে বিনিয়োগ করার শেষ তারিখ 31শে মার্চ, 2025। তাই দেরি না করে আজকের প্রতিবেদনে একনজরে দেখে নিন এই স্কিমগুলিতে কি পরিমাণ মুনাফা লুফে নিতে পারবেন।
SBI অমৃত বৃষ্টি FD
SBI অমৃত বৃষ্টি FD স্কিমটির মেয়াদ মাত্র 444 দিন। এখানে সাধারণ বিনিয়োগকারীরা 7.50% সুদ পাবে এবং প্রবীণ নাগরিকরা 7.75% সুদ পাবে। এই স্কিমটি অপেক্ষাকৃত কম সময়ের জন্য বিনিয়োগ করার সেরা বিকল্প। যারা 1.5 বছরের কম সময়ে উচ্চ পরিমাণে রিটার্ন পেতে চান, তারা এই FD স্কিমটিকে বেছে নিতে পারেন। কারণ, এখানে সুদের হার অন্যান্য স্কিমের তুলনায় অনেকটাই চড়া।
SBI WECARE FD
SBI WECARE FD স্কিমের মেয়াদ 5 বছর থেকে 10 বছর পর্যন্ত। এই স্কিমের সুদের হার 7.50%। তবে এক্ষেত্রে জানিয়ে রাখি, এই স্কিমটি শুধুমাত্র প্রবীণ নাগরিকদের জন্য। তাই যারা দীর্ঘমেয়াদে সুরক্ষিত জায়গায় বিনিয়োগ করতে চান এবং চক্রবৃদ্ধি হারে সুদ পেতে চান, তাদের জন্য হতে পারে এটি সেরা বিকল্প।
SBI অমৃত কলস FD
SBI অমৃত কলস FD স্কিমের মেয়াদ খুবই কম। মাত্র 400 দিনের মেয়াদে এই স্কিমটিতে বিনিয়োগ করলে প্রচুর মুনাফা আসে। সাধারণ বিনিয়োগকারীদের জন্য এই স্কিমে 7.10% সুদ দেওয়া হয় এবং প্রবীণ নাগরিকদের জন্য 7.60% সুদ দেওয়া হয়। এই FD স্কিমটি স্বল্পমেয়াদে বিনিয়োগের জন্য সেরা বিকল্প। যারা 1 বছরের কিছু বেশি সময়ের জন্য টাকা লগ্নী করতে চান, তারা চোখ বন্ধ করে এই স্কিমটি বেছে নিতে পারেন।
কীভাবে বিনিয়োগ করবেন?
এই বিশেষ FD স্কিমগুলিতে বিনিয়োগ করার পদ্ধতি খুবই সহজ। যদি আপনার ভারতীয় স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি SBI YONO বা ইন্টারনেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে অনলাইনে FD খুলতে পারবেন। এছাড়া অফলাইনে বিনিয়োগ করতে চাইলে নিকটবর্তী কোন SBI শাখায় গিয়ে সমস্ত ডকুমেন্ট জমা দিয়ে FD অ্যাকাউন্ট খুলতে পারেন।
আরও পড়ুনঃ আজ রিচার্জ করলে ২০২৬-এর মার্চ অবধি ফ্রি! কোটি কোটি গ্রাহকের চিন্তা দূর করল Jio
তবে এক্ষেত্রে মনে রাখা ভালো, এই FD স্কিমগুলি 31শে মার্চ, 2025-এর পর বন্ধ হয়ে যাবে। অর্থাৎ, এরপর নতুন করে বিনিয়োগ করা সম্ভব হবে না। তাই যদি আপনি এই অতিরিক্ত সুদের সুযোগ নিতে চান, তাহলে দেরি না করে বিনিয়োগ করুন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |