সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরি বলেন বা ব্যবসা, অবসরের পর নিয়মিত আয়ের নিশ্চয়তা সবারই দরকার হয়। আর সেই নিশ্চিন্ত জীবনের রাস্তা মসৃণ করে তুলেছে ন্যাশনাল পেনশন স্কিম (NPS Scheme)। কেন্দ্রীয় সরকার পরিচালিত এই স্কিমে আপনি স্বল্প অংকের টাকা সঞ্চয় করে ভবিষ্যতে মোটা অংকের ফান্ডে পরিণত করতে পারবেন।
কী এই ন্যাশনাল পেনশন স্কিম?
ন্যাশনাল পেনশন সিস্টেম বা NPS হলো একটি সরকারি পেনশন স্কিম, যা নিয়ন্ত্রণ করছে PFRDA (Pension Fund Regulatory and Development Authority)। 2013 সালে PFRDA-র আইন অনুযায়ী এই স্কিমে বিনিয়োগকারীদের সঞ্চয় একত্রিত করে তা সরকারি বন্ড, কর্পোরেট ডিবেঞ্চার, শেয়ার ও অন্যান্য ইনভেস্টমেন্টে বিনিয়োগ করা হয়। এমনকি দীর্ঘমেয়াদে মোটা অংকের লাভ আসে।
মাত্র 1000 টাকা বিনিয়োগ করলেই পেনশনে 1 লক্ষ টাকা
মনে করুন, আপনি 21 বছর বয়সে প্রতি মাসে 1000 টাকা করে NPS-এ বিনিয়োগ করলেন। এবার প্রতি মাসে বিনিয়োগের পরিমাণ যদি 10% করে বাড়াতে পারেন এবং আপনি 61 বছর বয়স পর্যন্ত বিনিয়োগ চালিয়ে যেতে পারেন, তাহলে আপনার মোট বিনিয়োগ দাঁড়াবে 53.11 লক্ষ টাকা।
এবার এখানে বার্ষিক 12% রিটার্ন ধরলে অবসরের সময় আপনার হাতে আসবে প্রায় 3.1 কোটি টাকা। আর এর মধ্যে 50% অর্থ যদি আপনি পেনশন অ্যানুইটি স্কিমে রেখে দেন, তাহলে প্রতি মাসে আপনার পেনশন দাঁড়াবে 1,16,800 টাকা।
মিলছে ট্যাক্স ছাড়
এই স্কিমে বিনিয়োগ করলে আপনি পাবেন বিশেষ কর ছাড়ের সুবিধা। নতুন কর স্লাব অনুযায়ী বার্ষিক 13.7 লক্ষ টাকা পর্যন্ত আয় হলে আর কর দিতে হবে না। তবে হ্যাঁ, আপনাকে NPS-এ অবদান রাখতে হবে। কারণ NPS-এর 14% অবদান পর্যন্ত অতিরিক্ত ডিবেট পাওয়া যাবে।
কারা খুলতে পারবেন এই অ্যাকাউন্ট?
এই স্কিমে ভারতীয় নাগরিক হলে যে কেউ আবেদন করতে পারবে। তবে বয়স হতে হবে 18 বছর থেকে 70 বছরের মধ্যে। জানিয়ে রাখি, সরকারি কর্মচারী, বেসরকারি কর্মচারী, স্বনিযুক্ত ব্যক্তি, ব্যবসায়ী এমনকি NRI-রাও এই স্কিমে যোগদান করতে পারবে।
অ্যাকাউন্ট খুলতে কী কী ডকুমেন্ট লাগবে?
NPS-এ অ্যাকাউন্ট খুলতে গেলে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সক্রিয় মোবাইল নম্বর ও ইমেইল আইডি প্রয়োজন হয়।
আরও পড়ুনঃ ‘ফায়ার নয়, ফ্লাওয়ার’, ফাটলই না চিনা ক্ষেপণাস্ত্র! ভারতের ঢুকতেই ল্যাজেগোবরে ড্রাগনের গর্ব
কীভাবে পাবেন পেনশন?
আপনি যতদিন পর্যন্ত নির্দিষ্ট অঙ্কের টাকা এই স্কিমে বিনিয়োগ করবেন, সেগুলো বিভিন্ন নিরাপদ জায়গায় বিনিয়োগ হবে। অবসরের সময় আপনি সেই অর্থের একাংশ ল্যাম্প সাম হিসেবে তুলে নিতে পারবেন। আর বাকি অংশ থেকে যাবে আপনার মাসিক পেনশন হিসেবে। তাই যদি ভবিষ্যতে নির্ভরযোগ্য ইনকামের রাস্তা খুঁজে থাকেন, তাহলে আজই এই স্কিমে বিনিয়োগ করুন এবং সুরক্ষিত করুন নিজের ভবিষ্যৎকে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |