আগামী ৩০ বছর প্রতি মাসে মিলবে ২ লাখ ৯৭ হাজার! রইল বিনিয়োগের সেরা ঠিকানা

Published on:

Investment

সৌভিক মুখার্জী, কলকাতা: অর্থনৈতিক স্বাধীনতা প্রায় সবারই দরকার। বিশেষ করে অবসরের পর যখন চাকরি থাকে না, তখন মাসিক আয়ের নিশ্চিত ব্যবস্থা থাকা জরুরী। তবে কেউ কেউ লক্ষ্য পূরণ করতে রোজগারের সময় থেকেই ছোট ছোট বিনিয়োগ (Investment) শুরু করে। আবার কেউ কেউ এককালীন বড় অংকের টাকা বিনিয়োগ করে ভবিষ্যতের জন্য সুরক্ষিত ফান্ড গড়ে তোলে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আজ আমরা এমন একটি পরিকল্পনার কথা বলব, যেখানে মাত্র 17 লাখ টাকা বিনিয়োগ করলেই আপনি অবসর জীবনে 2.97 লক্ষ টাকা প্রতি মাসে আয় করতে পারবেন। হ্যাঁ, তাও আবার টানা 30 বছর ধরে। শুনে অবিশ্বাস লাগলেও এটাই সত্যি।

কেমন করে কাজ করবে এই প্রকল্পটি?

ধরুন, আপনি 17 লক্ষ টাকা একবার বিনিয়োগ করলেন একটি মিউচুয়াল ফান্ড স্কিমে। সূত্র বলছে, বার্ষিক 12% হারে রিটার্ন দেয় মিউচুয়াল ফান্ড। এবার আপনি 30 বছর সেই টাকা রেখে দিলেন। এবার সময়ের সঙ্গে সঙ্গে কম্পাউন্ড ইন্টারেস্টের মাধ্যমে আপনার সেই ফান্ড দাঁড়াবে 5.10 কোটিতে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কর কেটে কত ব্যালেন্স থাকবে?

ভারতের মিউচুয়াল ফান্ডে দীর্ঘমেয়াদী মূলধনে লাভের উপর কর কাটা হয়। সূত্র বলছে, 1 লক্ষ 25 হাজার টাকা পর্যন্ত করমুক্ত এবং তারপর আপনাকে 12.5% হারে কর দিতে হবে। এবার সেই সূত্র ধরে 5.10 কোটি টাকার মধ্যে কর দেওয়ার মতো লাভ দাঁড়াবে 4.91 কোটি টাকা। আর এর উপর কর হবে 61,38,358 টাকা। ফলে আপনার হাতে থাকবে প্রায় ৪.৪৮ কোটি টাকা।

এই টাকা দিয়েই শুরু হবে মাসিক আয়

এখন ধরুন আপনি এই কর ছাড় দেওয়া টাকা অর্থাৎ 4.48 কোটি টাকা আবার বিনিয়োগ করলেন, যেখানে বার্ষিক 7% হারে রিটার্ন দেওয়া হচ্ছে। এবার সেই পুরো টাকাকে ব্যবহার করে আপনি শুরু করতে পারবেন SWP, যেখানে আপনি প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে টাকা তুলতে পারবেন। 

প্রতি মাসে কত পাবেন?

এই সঞ্চয়ের মধ্যে প্রতি মাসে আপনি তুলতে পারবেন প্রায় 2.96 লক্ষ টাকা। এমনকি এই টাকা আপনি তুলতে পারবেন তারা 30 বছর ধরে। ফলে 30 বছরে আপনি মোট 10 কোটি টাকা মত তুলে ফেলবেন, তাও আপনার ফান্ডে পড়ে থাকবে 1 লক্ষ টাকা।

আরও পড়ুনঃ এবার বাতিল হচ্ছে ১০ টাকার কয়েন? নয়া গাইডলাইন জারি RBI-র

তাই একবার বিনিয়োগ করেই যদি এমন পরিকল্পনা করা যায়, যা অবসর জীবনেকে নির্ভরযোগ্য জায়গায় পৌঁছে দেবে, সেক্ষেত্রে অবশ্যই ভেবে দেখা ভালো। তবে যেকোনো পরিকল্পনা নেওয়ার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করবেন এবং বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন। কারণ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সবসময় ঝুঁকিপূর্ণ হয়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group