বাতিল হচ্ছে ৫০০ টাকার নোট? সরকারের কাছে গেল প্রস্তাব

Published:

500 Rupee Note
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতে এবার 500 টাকার নোট (500 Rupee Note) বাতিল হতে চলেছে? হ্যাঁ, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। আসলে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সম্প্রতি কেন্দ্র সরকারের কাছে আবেদন জানিয়েছে, যাতে 500 টাকার নোট বাতিল করা হয়। কিন্তু হঠাৎ কেন তিনি এরকম আবেদন করলেন? চলুন আজকের প্রতিবেদনে জেনে নিই।

TDP মহানাড়ু সভা থেকে চন্দ্রবাবুর দাবি

চন্দ্রবাবু নাইডু এদিন দাবিটি করেন TDP-র বার্ষিক মহানাড়ু সভা থেকে, যেটি অন্ধ্রপ্রদেশের কড়পা জেলায় অনুষ্ঠিত হয়। এই সভার তিন দিনব্যাপী সম্মেলন তিনি বলেছেন যে, দেশ থেকে দুর্নীতি সম্পূর্ণ নির্মূল করতে হলে এবং ডিজিটাল লেনদেনকে আরো উৎসাহ দিতে হবে। ফলে নগদ টাকার নির্ভরতা কমাতে হবে। এর জন্য 500 টাকা এবং 2000 টাকার নোট বাতিল করা আগে প্রয়োজন।

এখন থেকে ATM-এ মিলবে 100 টাকা ও 200 টাকা

এমনকি সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ঘোষণা করেছিল যে, সমস্ত ব্যাঙ্ক এবং হোয়াইট লেবেল ATM অপারেটরদের ATM-এ 100 টাকা এবং 200 টাকার নোট বাধ্যতামূলকভাবে রাখতে হবে। জানা যাচ্ছে, 30 সেপ্টেম্বর, 2025-র মধ্যে দেশের 75% ATM-এ অবশ্যই 100 টাকা 200 টাকার নোট রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এমনকি 31 মার্চ, 2026-র মধ্যে এই সংখ্যা বাড়িয়ে 90% করা হবে।

রিজার্ভ ব্যাঙ্কের মূল উদ্দেশ্য

রিজার্ভ ব্যাঙ্কের মূল লক্ষ্য হল – ছোট লেনদেনের সুবিধা আরও বাড়িয়ে তোলা, এমনকি সাধারণ মানুষের কাছে প্রচলিত ছোট মূল্যের নোট সহজলভ্য করে তোলার পাশাপাশি ডিজিটাল লেনদেনের স্বচ্ছতা বাড়ানো এবং গতিশীলতা বজায় রাখা। 

জানিয়ে রাখি, 2017 সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রথমবার 200 টাকার নোট বাজারে এনেছিল। এখন সেই নোটগুলোর উৎপাদন ধীরে ধীরে বাড়ানো হচ্ছে এবং দেশের বিভিন্ন অঞ্চলের ব্যাঙ্কের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সরবরাহ করা হচ্ছে। 

আরও পড়ুনঃ জুনের প্রথম সপ্তাহে লটারি কাটলেই বিপুল লক্ষ্মীলাভ এই ৭ রাশির!

তাহলে কি 500 টাকার নোটের ভবিষ্যৎ অনিশ্চিত?

যদিও চন্দ্রবাবু নাইডুর দাবি বর্তমানে রাজনৈতিক থেকে শুরু করে প্রশাসনিক মঞ্চে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে, তবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বা কেন্দ্র সরকারের তরফ থেকে এখনো এ বিষয়ে কোনো ঘোষণা আসেনি। তবে এই প্রস্তাবকে হয়তো আগামী দিন কেন্দ্র সরকার বড়সড় সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে বলে মনে করছে বেশ কিছু বিশেষজ্ঞ।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join