সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন অর্থবছরের শুরুতেই রাজ্য সরকারের পক্ষ থেকে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বিরাট উপহার ঘোষণা করা হল। জানা যাচ্ছে, এবার মহার্ঘ ভাতা বাড়িয়ে (DA Hike) 55 শতাংশ করা হয়েছে। হ্যাঁ, ঠিকই পড়েছেন। 2025 এর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসের বকেয়া মহার্ঘ ভাতা এরিয়ার হিসাবে দিয়ে দেওয়া হবে বলেই জানানো হয়েছে।
বৃহস্পতিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নেতৃত্বে অনুষ্ঠিত রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে এই বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যাচ্ছে, মোট 34 টি বিষয়ে আলোচনা করা হয় এই বৈঠকে। আর তার মধ্যে মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়টিও ছিল। সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের এবার 2 শতাংশ ডিএ বাড়িয়ে 53 শতাংশ থেকে 55 শতাংশ করা হয়েছে। আর এই নতুন হারে ডিএ কার্যকর হবে 1 জানুয়ারি, 2025 থেকে।
কারা ডিএ বৃদ্ধির সুবিধা পাবেন?
রাজ্য সরকারের এই সিদ্ধান্তে বিরাট উপকৃত হবেন রাজ্যের 3 লক্ষের বেশি সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। সূত্রের খবর, সপ্তম বেতন কমিশনের আওতায় সকল কর্মচারীরা এই অতিরিক্ত মহার্ঘ ভাতার সুবিধা পাবেন। এমনকি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের মাসিক আয় কিছুটা হলেও বাড়বে এই অতিরিক্ত ডিএ বৃদ্ধিতে।
গত বছর কতবার বেড়েছিল ডিএ?
প্রসঙ্গত জানিয়ে রাখি, এর আগে ডিএ বৃদ্ধির সুখবর দিয়েছিল ঝাড়খন্ড সরকার। ডিসেম্বর, 2024-এ রাজ্য সরকার 3 শতাংশ হারে ডিএ বাড়িয়েছিল। সেবার 50 শতাংশ থেকে 53 শতাংশ ডিএ হয়েছিল। এমনকি 2024-র মার্চ মাসেও 4 শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। সেবার 46 থেকে 50 শতাংশ দাঁড়িয়েছিল ডিএ।
ঝাড়খন্ড ছাড়াও অন্য রাজ্যে বাড়ল ডিএ
প্রসঙ্গত, কেন্দ্র সরকার ইতিমধ্যেই তাদের কর্মচারী ও পেনশনভোগীদের জন্য 55 শতাংশ হারে ডিএ নির্ধারণ করেছে। তবে কেন্দ্রের সিদ্ধান্তের পর বিভিন্ন রাজ্য একই পথে হাঁটছে। ইতিমধ্যে রাজস্থান, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, হরিয়ানা, গুজরাট, অসম, অরুণাচল প্রদেশ এবং উড়িষ্যা রাজ্য সরকার ডিএ বাড়িয়ে ফেলেছে।
আর সরকারি কর্মীদের মধ্যে এই ডিএ বৃদ্ধির ঘোষণা স্বাভাবিকভাবে উচ্ছ্বাস ফেলে দিয়েছে। অন্যদিকে পেনশনভোগী কর্মচারীরাও এই ডিএ বৃদ্ধির সিদ্ধান্তে প্রচুর পরিমাণে উপকৃত হবে, তা আশা করা যায়।