সহেলি মিত্র, কলকাতাঃ ২০২৫ সাল শেষ হওয়ার আগে ফের একবার লটারি লাগল সরকারি কর্মীদের। এবার ২ বা ৩ নয়, এক লাফে ৫ শতাংশ অবধি মহার্ঘ্য ভাতা বা ডিএ (DA) বাড়ল রাজ্য সরকারি কর্মীদের। ষষ্ঠ বেতন পে কমিশনের (6th Pay Commission) আওতায় এই ভাতা বৃদ্ধি পেয়েছে বলে খবর। জানা গিয়েছে, জম্মু কাশ্মীর সরকার মঙ্গলবার ষষ্ঠ বেতন কমিশনের আওতায় কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতা সংশোধন অনুমোদন করেছে।
৫% DA বাড়াল জম্মু কাশ্মীর সরকার
সরকারি সূত্রে খবর, নতুন ডিএ হার ১ জুলাই, ২০২৫ থেকে লাগু হবে। মূল বেতনের ২৫২ শতাংশ থেকে ২৫৭ শতাংশ হারে এই হার বৃদ্ধি করা হয়েছে। একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য অর্থ বিভাগের তরফে জানানো হয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বর মাসের বেতন সকলে অক্টোবর মাসেই পাবেন। রাজ্য সরকারের এহেন আদেশের জেরে রাজ্যের কয়েক লক্ষ কর্মী ব্যাপকভাবে লাভবান হবেন বলে আশা করা হচ্ছে।
In an order issued by the Codes Division of Finance Dept., DA for Govt. Employees drawing their pay as per 6th PC has bn revised to 257% of basic pay frm 252% w.e.f 01/07/2025 & shall be part of montly salary frm oct 2025 onwards. Frm July to sep. 2025 arrears to be paid in cash. pic.twitter.com/0JUoCXBfsn
— Jammu And Kashmir Finance & Accounts Society (@JAKFAS_) October 28, 2025
শুধু জম্মু ও কাশ্মীরই নয়, এর আগে বহু রাজ্য সরকার ডিএ বৃদ্ধি করেছে। দিওয়ালি উপলক্ষে, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং মধ্যপ্রদেশ সরকার মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করেছে। এর ফলে সরকারি কর্মচারীরা বড় ধরনের স্বস্তি পেয়েছেন। হিমাচল প্রদেশ সরকার কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ৩% DA বৃদ্ধির ঘোষণা করেছে। অপরদিকে কেন্দ্রীয় সরকার সম্প্রতি ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করেছিল। এর ফলে সকলের ভাতা এখন ৫৮%-এ গিয়ে ঠেকেছে।
অষ্টম বেতন পে কমিশনের ঘোষণা
অপরদিকে মঙ্গলবার কেন্দ্রীয় সরকারঅষ্টম বেতন কমিশনসরকার কেন্দ্রীয় সরকারের টার্মস অফ রেফারেন্স (ToR) অনুমোদন করেছে। এই সিদ্ধান্তের ফলে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী এবং ৬৯ লক্ষ পেনশনভোগীর আশা আরও এক ধাপ এগিয়ে গেল। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মন্ত্রিসভার ব্রিফিংয়ে জানান যে অষ্টম বেতন কমিশন ১৮ মাসের মধ্যে তার সুপারিশ জমা দেবে। সরকার ২০২৫ সালের জানুয়ারিতেই কমিশন গঠনের অনুমোদন দিয়েছিল। এখন, টিওআর অনুমোদন দেওয়ার সাথে সাথে কমিশনের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে। এই কমিশন বেতন কাঠামো, পেনশন এবং ভাতাগুলিতে প্রয়োজনীয় আপডেটের পরামর্শ দেবে।












