মাত্র এক ট্রিকেই মিলবে দ্বিগুণ সুদ! পিপিএফ নিয়ে বিরাট সুখবর

Published on:

Public Provident Fund

সৌভিক মুখার্জী, কলকাতা: বিনিয়োগ মানেই সুরক্ষিত ভবিষ্যৎ। আর সেই বিনিয়োগ যদি ঝুঁকিমুক্ত হয়, তাহলে তো আর পিছন ফিরে তাকাতে হয় না। এমনকি যদি সুদের হার বেশি হয় এবং কর ছাড় মেলে, তাহলে তো আর কোন কথাই নেই। ঠিক তেমনই জনপ্রিয় একটি সরকারি স্কিম হলো পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ (Public Provident Fund)।

তবে আপনি কি জানেন, আপনি চাইলে পিপিএফ-এ দ্বিগুণ পরিমাণ সুদ আয় করতে পারবেন? হ্যাঁ, বিশেষ করে যারা বিবাহিত দম্পতি, তাদের জন্য সোনায় সোহাগা। তো চলুন জেনে নেওয়া যাক, এই ট্রিকস সম্পর্কে।

পিপিএফ মানেই নিরাপদ ভবিষ্যৎ

পিপিএফ-র সবথেকে বড় আকর্ষণ হল – এর ট্যাক্সের বেনিফিট। অর্থাৎ, আপনি বছরে যত টাকা বিনিয়োগ করবেন, ঠিক সেই পরিমাণে কর ছাড় পাবেন। তবে এখানে লিমিট রয়েছে। সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত বছরে বিনিয়োগ করা যাবে। আর এর উপর পাওয়া সুদ এবং মেয়াদ শেষে প্রাপ্ত পুরো টাকাও সম্পূর্ণ করমুক্ত থাকবে। সূত্র বলছে, বর্তমানে পিপিএফ-র সুদের হার 7.1 শতাংশ।

তাহলে দ্বিগুণ সুদ কীভাবে পাবেন?

পিপিএফ অ্যাকাউন্টে সর্বোচ্চ একজন 1.5 লক্ষ টাকা পর্যন্ত বছরে বিনিয়োগ করতে পারে। তবে আপনি যদি বিবাহিত হন এবং আপনার জীবন সঙ্গীর নামে যদি পিপিএফ অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি দুটো আলাদা অ্যাকাউন্ট থেকে 1.5 লক্ষ করে মোট 3 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

সেই সূত্র ধরে যদি আপনি নিজের অ্যাকাউন্টে 1.5 লক্ষ টাকা জমা দেন এবং আপনার স্ত্রী বা স্বামী তার অ্যাকাউন্টে 1.5 লক্ষ টাকা জমা দেয়, তাহলে দুই অ্যাকাউন্টে আলাদা করে সুদ মিলবে। ফলে আপনার মোট সুদের পরিমাণও বেড়ে যাবে। 

ট্যাক্স বেনিফিট শুধুমাত্র একক অ্যাকাউন্টে

তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় – এই দ্বিগুণ বিনিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র একটি অ্যাকাউন্টেই আপনি আয়কর আইন 80C ধারা অনুযায়ী 1.5 লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় নিতে পারবেন। তবে মোট বিনিয়োগ যদি দ্বিগুণ হয়ে যায়, তখন সুদের হার ও চূড়ান্ত ম্যাচিউরিটি অ্যামাউন্টের উপরে কর নেওয়া হতে পারে।

আরও পড়ুনঃ আপন প্রাণ বাঁচা! চাপে পড়ে পাকিস্তানকে ভুলল বাংলাদেশ, অনুসরণ ভারতের পথ

এই পদ্ধতি মূলত সেই সমস্ত দম্পতিদের জন্য, যারা দীর্ঘমেয়াদি এবং ঝুঁকিমুক্ত সঞ্চয়ের কথা চিন্তাভাবনা করছেন। স্বামী বা স্ত্রী যদি দুজনেই একসঙ্গে পিপিএফ অ্যাকাউন্ট খোলা যায় এবং নিয়মিত সেখানে বিনিয়োগ করা যায়, তাহলে অবসরকালীন জীবনে আর চিন্তার কোনও কারণ থাকে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥