Indiahood-nabobarsho

বেড়েছে সুদের হার, দ্বিগুণ হয়ে যাবে বিনিয়োগ করা টাকা! দারুণ স্কিম পোস্ট অফিসের

Published on:

Post Office Scheme

সৌভিক মুখার্জী, কলকাতা: অধিকাংশ মানুষই এমন জায়গায় টাকা রাখতে চায়, যেখানে মিলবে মোটা অঙ্কের রিটার্ন, আবার থাকবে না ঝুঁকি। একদিকে সঞ্চয় যেমন হবে, তেমনই মিলবে ট্যাক্সের ছাড়, আবার স্থায়ী আয়ের সুবিধা। আর এই সবকিছুই একসাথে মিলছে পোস্ট অফিসের দারুণ একটি স্কিমে। হ্যাঁ আমরা বলছি পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র (KVP) স্কিমের কথা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কিষাণ বিকাশ পত্র এমন একটি সরকারি স্কিম (Post Office Scheme), যেখানে টাকা রাখলে শুধু টাকা বাড়বে না, বরং দ্বিগুণ হবে। হ্যাঁ, সবথেকে বড় কথা, সরকারের গ্যারান্টি থাকায় এখানে বিনিয়োগের একদম ঝুঁকি নেই বললেই চলে।

কী এই পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র স্কিম?

পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র স্কিম হল একটি এককালীন বিনিয়োগের স্কিম। অর্থাৎ, এখানে আপনাকে একবারে টাকা বিনিয়োগ করতে হবে। কেন্দ্র সরকারের পরিচালিত এই স্কিমে প্রতি বছরে ৭.৫% হারে সুদ দেওয়া হয়। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। এমনকি সুদের হার প্রতি তিন মাস অন্তর পর্যালোচনাও করা হয়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরে এই স্কিমের মাধ্যমে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার বিনিয়োগকৃত অর্থ দ্বিগুণ করে তুলতে পারবেন। তবে হ্যাঁ, টাকা জমা দিতে গেলে আপনাকে পোস্ট অফিসে যেতে হবে।

কতদিনে দ্বিগুণ হবে টাকা?

বর্তমানে পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র স্কিমে ৭.৫% হারে সুদ দেওয়া হচ্ছে। সূত্র বলছে, ২০২৩ সালের এপ্রিল মাসে এই সুদের হার বাড়ানো হয়েছিল, যা আগে ৭.২% ছিল। আগে এই স্কিমে টাকা দ্বিগুণ ১২০ মাস অর্থাৎ ১০ বছরে। তবে এখন দ্বিগুণ হতে মাত্র ১১৫ মাস সময় লাগে। অর্থাৎ, ৯ বছর ৭ মাসেই আপনার টাকা দ্বিগুণ হয়ে যাবে।

উদাহরণস্বরূপ, যদি আপনি ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেন,তাহলে ৯ বছর ৭ মাস পর সেই টাকা ২০ লক্ষ টাকায় পরিণত হবে। একইভাবে ২০ লক্ষ টাকা বিনিয়োগ করলে সেই মূলধন ৪০ লক্ষে পৌঁছে যাবে।

অ্যাকাউন্ট খোলার নিয়ম এবং সুবিধা

পোস্ট অফিসের এই স্কিমের অ্যাকাউন্ট খোলার জন্য কিছু নিয়ম মানতে হয়। প্রথমত এই স্কিম মাত্র ১০০০ টাকা বিনিয়োগ করে শুরু করা যায়। তবে হ্যাঁ, এখানে আপনি ইচ্ছামত বিনিয়োগ করতে পারবেন। বিনিয়োগের কোনো সর্বোচ্চ সীমা নেই। পাশাপাশি সর্বোচ্চ তিনজন মিলে যৌথ অ্যাকাউন্ট খোলা যায়। এমনকি ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য নমিনিও যুক্ত করা যায়। সবথেকে বড় ব্যাপার, আপনি চাইলে ২ বছর ৬ মাস পর অ্যাকাউন্ট বন্ধ করে টাকা তুলে নিতে পারবেন। 

আরও পড়ুনঃ কপাল খুলবে বেকারদের! ২০,০০০ বেতন সহ ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে RBI, কীভাবে আবেদন?

সরকারের গ্যারান্টি থাকায় নিশ্চিন্তে বিনিয়োগ

পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র স্কিমের সবথেকে বড় সুবিধা, এটি ভারত সরকার দ্বারা পরিচালিত এবং গ্যারান্টিযুক্ত একটি স্কিম। ফলে বাজারের ওঠানামা কোনরকম প্রভাব ফেলে না। তাই ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য পোস্ট অফিসের এই স্কিম হতে পারে নিঃসন্দেহে এক সেরা অপশন। যেখানে মিলবে মোটা অংকের রিটার্ন এবং থাকবে না কোনরকম ঝুঁকি।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group