সহেলি মিত্র, কলকাতাঃ প্যান কার্ড একটা গুরুত্বপূর্ণ নথি। বর্তমান সময়ে এই প্যান কার্ড ছাড়া বেশ কিছু এমন কাজ আছে যেগুলি অসম্পূর্ণ বিশেষ করে ব্যাংক, ইনকাম ট্যাক্স সম্পর্কিত কাজ প্যান কার্ড ছাড়া হতেই পারে না। তবে আবার এই প্যান কার্ড সম্পর্কিত বিভিন্ন খবর সামনে উঠে আসছে, যেমন প্যান কার্ডকে ঘিরে বেশ কিছু প্রতারণা চক্রও সক্রিয় হয়ে রয়েছে বলে অভিযোগ। জানলে অবাক হবেন, আগে এমন বেশ কিছু নজির রয়েছে যেখানের দেখা গেছে মানুষের নামে ভুয়ো ঋণ নেওয়া হচ্ছে। যেটি সম্পর্কে তারা জানেও না। যদি আপনার নামেও জাল ঋণ নেওয়া হয়ে থাকে। আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হবে আপনার প্যান কার্ডের মাধ্যমে কতগুলি লোন বা ঋণ চলছে সে ব্যাপারে কিভাবে খোঁজ লাগাবেন।
প্যান কার্ডে কতগুলি ঋণ চলছে জানার উপায়
ঋণ নেওয়ার সময় আপনার একটি প্যান কার্ড প্রয়োজন। আপনার প্যান কার্ডে কতগুলি ঋণ চলছে তা আপনি ঘরে বসেই জানতে পারবেন। নিশ্চয়ই ভাবছেন কীভাবে?
১) এটি জানতে, আপনাকে প্রথমে www.cibil.com ওয়েবসাইটটি দেখতে হবে। এর পরে আপনাকে “আপনার CIBIL স্কোর পান” বিভাগে ক্লিক করতে হবে।
২) আপনাকে এখানে নিবন্ধন করতে হবে। যেখানে আপনাকে আপনার জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেল আইডি লিখে এগিয়ে যেতে হবে।
৩) এর পরে আপনাকে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। পাসওয়ার্ড তৈরি করার পর, আপনাকে আপনার প্যান কার্ড নম্বরটি এন্ট্রি করতে হবে এবং চেক সিভিল স্কোর-এ ক্লিক করতে হবে।
৪) এর পরে আপনার নম্বরে OTP আসবে। OTP প্রবেশ করার পর, আপনার CIBIL স্কোর খুলবে। এর পরে, আপনি নিচে নেমে ঋণ বিভাগে আপনার প্যান কার্ডে চলমান সমস্ত ঋণ পরীক্ষা করতে পারেন।
আরও পড়ুনঃ পাকিস্তানকে বাঁচাতে ভারতের ‘সেভেন সিস্টার্স’ দখলের হুঁশিয়ারি বাংলাদেশের
অভিযোগ জানান এভাবে
যদি আপনার মনে হয় যে আপনি কোনও ঋণ নেননি এবং এটি প্রতারণামূলকভাবে নেওয়া হয়েছে। তাহলে আপনি https://incometax.intelenetglobal.com/pan/pan.asp এই লিঙ্কে গিয়ে আয়কর বিভাগের কাছে এই বিষয়ে অভিযোগ দায়ের করতে পারেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |