পার্থ সারথি মান্না, কলকাতাঃ ভবিষ্যৎ জীবনের কথা ভেবে সঞ্চয় করতে সকলেই চান। এক্ষেত্রে জীবনবীমা করতে গেলে আজও বেশিরভাগ লোকেরই প্রথম পছন্দ এলআইসি (Life Insurance Corporation)। দেশের কোটি কোটি মানুষ LIC-র উপরেই ভরসা করে পলিসি করেছেন। আর জনগণের সুবিধার্থে সময় সময় একাধিক প্ল্যান নিয়ে আসে সংস্থা। প্রতিটি পলিসির ক্ষেত্রেই কিছু নির্দিষ্ট বয়সসীমা থাকে। সম্প্রতি বয়স নিয়ে বড়সড় নিয়ম বদল হয়েছে LIC-তে, এর ফলে বহু গ্রাহকেরা সুবিধা পাবেন। কি সুবিধা মিলবে? জানতে হলে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
পাল্টে গেল LIC পলিসির বয়সসীমা
এতদিন এইআইসি এর এনডোমেন্ট প্ল্যান নিতে গেলে সর্বোচ্চ বয়সসীমা ছিল ৫৫ বছর। তবে এবার সেটা কমিয়ে দেওয়া হয়েছে। এখন থেকেই এই পলিসির জন্য বয়সের ঊর্ধ্বসীমা হয়ে গিয়েছে ৫০ বছর। তাই যারা নতুন পলিসি করার কথা ভাবছেন তারা বেশ লাভবান হবেন বলেই মনে করা হচ্ছে। বয়সের সীমা কমিয়ে দেওয়ার ফলে ম্যাচিউরিটি বেনেফিট যেমন পাবেন, তেমন কোনো কারণে পলিসি হোল্ডারের মৃত্যু হলে প্রাপ্য সমস্ত টাকাই তুলে দেওয়া হবে নমিনিকে।
৬টি পলিসিতে বদল আনল LIC
যেমনটা জানা যাচ্ছে একটি মাত্র পলিসির ক্ষেত্রে নয় বরং মোট ৬টি পলিসির ক্ষেত্রে বদল আনা হয়েছে। সেগুলি হল এলআইসি সিঙ্গল প্রিমিয়াম এনডোমেন্ট প্ল্যান, নিউ এনডোমেন্ট প্যান, নিউ জীবন আনন্দ, জীবন লক্ষ্য, জীবন লাভ প্ল্যান ও এলআইসি অমৃতবাল পলিসি। এই সব পলিসির ক্ষেত্রেই বয়সের ঊর্ধ্বসীমা কমিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সঞ্চয়ের জন্য অনেকেই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করিয়ে থাকেন। তবে লম্বা সময়ের জন্য ফিক্সড ডিপোজিট করলে ৬% থেকে ৭% সুদ পাওয়া যায়। সেখানে LIC এর পলিসির ক্ষেত্রে অন্তত ১০% সুদ পাওয়া যাবে। তাছাড়া কোনো কারণবশত পলিসি হোল্ডারের কিছু হলে সেক্ষেত্রে সম্পূর্ণ কভারেজ পাওয়া যায়। যেটা পরিবারের অনেকটাই কাজে লাগে। তাই অনেকেই এফডির বদলে এলআইসি পলিসি করাটা শ্রেয় মনে করেন।