দাবিহীন ৮৮০ কোটি টাকা পড়ে LIC -র কাছে, পেতে পারেন আপনিও, চেক করুন সহজেই

Published on:

lic

শ্বেতা মিত্র, কলকাতাঃ বছর শেষে চমকে দেওয়ার মতো তথ্য প্রকাশ করল এলআইসি (Life Insurance Corporation)। কেউ হয়তো ভাবতেও পারেননি যে এমন তথ্যও প্রকাশ্যে আসতে পারে। LIC বা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হল কিনা দেশের সবথেকে বড় বীমা কোম্পানি। বর্তমান সময়ে দেশের বহু মানুষ এই LIC-র সঙ্গে কোনও না কোনওভাবে জড়িত। কর্মরত কর্মী হোক কিংবা সাধারণ মানুষ, বহু মানুষ এই LIC-র সঙ্গে জড়িয়ে রয়েছেন। আসলে দেশের বৃহত্তম বিমা সংস্থা জীবন বিমা নিগম সম্প্রতি লোকসভায় এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি জানিয়েছেন, এলআইসি-র ম্যাচিউরিটি অ্যামাউন্ট ৮৮০.৯৩ কোটি টাকা, যা এখনও পর্যন্ত কেউ দাবি করেনি। স্বাভাবিকভাবেই এহেন খবরে হতবাক হয়েছেন কোটি কোটি পলিসি হোল্ডার।

Unclaimed Amount কী?

WhatsApp Community Join Now

আনক্লেইমড পরিমাণের অর্থ হ’ল পলিসি ম্যাচিউর হওয়ার পরেও পলিসিধারক তার টাকা নেননি। আসলে এই পরিস্থিতি ঘটে যখন পলিসিধারক প্রিমিয়াম দেওয়া বন্ধ করে দেন। এছাড়াও পলিসিধারক মারা গেলে এবং পরিবার কোনও দাবি না করলে এই টাকা জমে থেকে কোম্পানির অ্যাকাউন্টে। এছাড়া পলিসি ম্যাচিউর হওয়ার পরও ক্লেইম প্রসেস সম্পন্ন না হলে, যদি তিন বছরের জন্য পরিমাণের উপর কোনও দাবি না করা হয় তবে এটি আনক্লেইমড বলে বিবেচিত হয়।

এই টাকা কোথায় যায়?

যদি মেয়াদপূর্তির পরে ১০ বছর পর্যন্ত আনক্লেইমড পরিমাণের উপর কোনও দাবি না করা হয়, তবে এই অর্থ সরকারের সিনিয়র সিটিজেন কল্যাণ তহবিলে ট্রান্সফার করা হয়। আপনার টাকাও কী এমনভাবে আছে? তাহলে কীভাবে চেক করবেন জেনে নিন।

১) এলআইসির ওয়েবসাইট https://licindia.in দেখুন।

২) এরপর Customer Service অপশনে ক্লিক করুন।

৩) Unclaimed Amount অপশনটি বেছে নিন।

৪) আপনার Policy Number, নাম, জন্ম তারিখ এবং প্যান নম্বর পূরণ করুন।

৫) এরপর Submit অপশনে ক্লিক করুন।

সঙ্গে থাকুন ➥
X