বছরে মিলবে ৪০,০০০ টাকা! LIC দিচ্ছে দারুণ স্কলারশিপের সুযোগ

Published on:

LIC Golden Jubilee Scholarship 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: উচ্চশিক্ষার পথে অনেক সময় অর্থাভাব বাধা হয়ে দাঁড়ায়। সেই সমস্যার সমাধান করতে ভারতীয় জীবন বীমা কর্পোরেশন বা এলআইসি নিয়ে আসলো দারুণ স্কলারশিপ। হ্যাঁ, তারা চালু করেছে গোল্ডেন জুবিলিপ স্কলারশিপ ২০২৫ (LIC Golden Jubilee Scholarship 2025), যেখানে শিক্ষার্থীরা আবেদন করলে প্রতি বছরে ৪০ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারে। ইতিমধ্যে এই স্কলারশিপে আবেদন শুরু হয়ে গেছে এবং আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। আজকের এই প্রতিবেদনে এই স্কলারশিপ সম্পর্কিত যাবতীয় তথ্য তুলে ধরা হল।

এলআইসি গোল্ডেন জুবিলি স্কলারশিপে স্টাইপেন্ডের পরিমাণ

জানিয়ে রাখি, এই স্কলারশিপে মূলত কোর্স হিসেবে স্টাইপেন্ড দেওয়া হয়। যেমন—

  • এমবিবিএস, বিএএমএস, বিএইচএমএস ইত্যাদি উচ্চশিক্ষা কোর্স করলে প্রতিবছরের ৪০ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয়।
  • ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের বছরে ৩০ হাজার টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হয়।
  • যদি শিক্ষার্থীরা স্নাতক বা কোনও সমন্বিত কোর্স বা যেকোনও ডিপ্লোমা কোর্স করে, সেক্ষেত্রে বছরে ২০ হাজার টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হয়।
  • এর পাশাপাশি নির্বাচিত বিশেষ কোনও কন্যা শিশু বৃত্তি প্রাপ্তদের জন্য ১৫ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয়।

কী কী যোগ্যতা পূরণ করতে হবে?

জানিয়ে রাখি, এই স্কলারশিপে মূলত দুটি ক্যাটাগরিতে স্টাইপেন্ড দেওয়া হয়। নিয়মিত শিক্ষার্থীদের জন্য এবং বিশেষ বালিকা শিশু শিক্ষার্থীদের জন্য। তবে উভয় ক্ষেত্রে আলাদা আলাদা যোগ্যতা পূরণ করতে হবে। যেমন—

নিয়মিত শিক্ষার্থীদের জন্য- 

  • যে সমস্ত প্রার্থী দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় কমপক্ষে ৬০% নম্বর পেয়েছে, তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এমনকি পরিবারের বার্ষিক আয় ৪ লক্ষ ৫০ হাজার টাকার বেশি হওয়া যাবে না। তবে এর সাথে যেকোনও বিষয়ে স্নাতক বা ডিপ্লোমা কোর্স করতে হবে কোনও সরকারি স্বীকৃত কলেজ থেকে।
  • যে সমস্ত প্রার্থী দশম শ্রেণী বা তার সমমানের পরীক্ষায় কমপক্ষে ৬০% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে এবং পরিবারের বার্ষিক আয় ৪.৫ লক্ষ টাকার কম, তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তবে যেকোনও সরকার স্বীকৃত কলেজ বা প্রতিষ্ঠানের মাধ্যমে বৃত্তিমূলক বা ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে হবে।

বিশেষ বালিকা শিশু প্রার্থীদের জন্য-

  • কন্যা সন্তানদের শিক্ষায় উৎসাহিত করার জন্য এলআইসি এবার কন্যা শিশুদের বৃত্তি প্রদানকারীদের অন্তর্ভুক্ত করেছে। যে সকল মেয়েরা দশম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চায়, তারাও এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তবে পরিবারের বার্ষিক আয় ৪.৫ লক্ষ টাকার মধ্যে হতে হবে।

কীভাবে আবেদন করবেন?

যে সমস্ত শিক্ষার্থীরা প্রয়োজনীয় যোগ্যতা ও শর্ত পূরণ করতে পারবে, তারা এলআইসি গোল্ডেন জুবিলি স্কলারশিপ ২০২৫ এর জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • প্রথমে এলআইসি ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
  • এরপর হোমপেজে গিয়ে সুবর্ণ জয়ন্তী বৃত্তি প্রকল্প ২০২৫ অপশনটিতে ক্লিক করুন।
  • এরপর এলআইসি স্কলারশিপের আবেদনপত্রটিতে ক্লিক করুন।
  • এরপর ব্যক্তিগত তথ্য এবং অন্যান্য যাবতীয় তথ্য যেমন পারিবারিক আয়, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, ইত্যাদি পূরণ করুন।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
  • এরপর সাবমিট করে দিন।

আরও পড়ুনঃ মহালয়ার আগে কোনও মাতৃমূর্তি উদ্বোধন করি না! হাতিবাগানে গিয়ে জানালেন মুখ্যমন্ত্রী

এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত এখানে আবেদন গ্রহণ করা হবে। তারপরে আর আবেদন নেওয়া হবে না। তাই অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যেই আবেদন সেরে নেবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥