বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বাজারে বিভিন্ন বেসরকারি বিমা সংস্থাগুলির রমরমা সত্বেও সরকারি বিমা সংস্থা অর্থাৎ লাইফ ইন্সুরেন্স কোম্পানির ওপর অটুট ভরসা রয়েছে গ্রাহকদের। আর সেই বিশ্বাস থেকেই বছরের বিভিন্ন সময়ে নতুন নতুন স্কিম নিয়ে হাজির হয় LIC। মূলত, গ্রাহকদের সুবিধাকে প্রাধান্য দিয়েই আকর্ষণীয় সব স্কিম নিয়ে আসে এই সরকারি সংস্থাটি। সম্প্রতি সেই অভ্যাস ধরে রেখেই এবার একেবারে নতুন দুটি স্কিম নিয়ে হাজির হয়েছে লাইফ ইন্সুরেন্স সংস্থা। যা কার্যত গ্রাহকদের সমস্ত চাহিদা পূরণ করবে।
নতুন দুই আকর্ষণীয় স্কিম নিয়ে হাজির LIC
স্টক মার্কেট থেকে শুরু করে নানান বেসরকারি বিমা সংস্থার দাপটের মাঝেই এবার গ্রাহকদের জন্য আকর্শনীয় দুটি নতুন স্কিম চালু করল লাইফ ইন্সুরেন্স কোম্পানি। জানা যাচ্ছে নব জীবন শ্রী ও নবজীবন শ্রী একক প্রিমিয়াম প্ল্যান নামক দুটি নতুন স্কিম চালু করেছে ভারতের এই সরকারি সংস্থা। LIC-র সিইও সত পাল ভানু শুক্রবার এই নতুন প্রকল্প দুটির নাম ঘোষণা করেন।
LIC-র দুই প্রকল্পের লক্ষ্য
বলে রাখা ভাল, ভারতের সরকারি বিমা সংস্থাটি নব জীবন শ্রী ও নবজীবন শ্রী একক প্রিমিয়াম প্ল্যান নামক যে দুটি নতুন প্রকল্প চালু করেছে সে দুটির প্রধান এবং একমাত্র উদ্দেশ্য গ্রাহকদের বিভিন্ন চাহিদা পূরণ করে পর্যাপ্ত তহবিল তৈরি করা। সংস্থা জানিয়েছে, প্রথম প্ল্যান অর্থাৎ নব জীবন শ্রী প্রকল্পটি মূলত দেশের তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। আসলে, তরুণদের স্বপ্ন, লক্ষ্য এবং দায়িত্ব পূরণ করতে এই প্ল্যানটি আর্থিক নিরাপত্তা প্রদান করবে।
অন্যদিকে দ্বিতীয় প্ল্যান অর্থাৎ লাইফ ইন্সুরেন্স কোম্পানির নব জীবন শ্রী একক প্রিমিয়াম প্ল্যান প্রকল্পটি তাদের জন্য সেরা হতে চলেছে যাঁরা মূলত এককালীন বিনিয়োগের মাধ্যমে বড় তহবিল গড়ে তুলতে চান। হ্যাঁ, এই প্ল্যানে মাত্র একবার বিনিয়োগ অর্থাৎ একবারের জন্য প্রিমিয়াম জমা দিয়েই জীবন বিমার গোটা কাভারেজ পেয়ে যাবেন।
বলে রাখি, লাইফ ইন্সুরেন্স কোম্পানির দ্বিতীয় প্রকল্প অর্থাৎ নব জীবন শ্রী একক প্রিমিয়াম প্ল্যানটি মূলত তাদের জন্যই, যাঁদের প্রচুর পরিমাণ অর্থ সঞ্চিত রয়েছে। সেক্ষেত্রে সেই সব ব্যক্তিরা, ঝুঁকিহীন আর্থিক নিরাপত্তা পেতে চাইলে এই প্রকল্পটিকে বেছে নিতে পারেন।
অবশ্যই পড়ুন: পুরনো ডেরায় ফিরেই হুঙ্কার নাসিরির! কত বছরের জন্য মোহনবাগানে কিয়ান?
উল্লেখ্য, সংস্থা জানিয়েছে, চালু হওয়া নতুন দুই স্কিমেই আর্থিক সুরক্ষা পাবেন গ্রাহকরা। তবে স্কিম দুটি সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে লাইফ ইন্সুরেন্স কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট licindia.in-এ ঢু মারতে পারেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |