FD, RD নয়! সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে বিনিয়োগ করুন LIC-র এই স্কিমে

Published:

LIC Scheme For Children's Future amrit bal plan Know about this policy
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতিটি বাবা-মায়ের ভাবনা, “আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।” রক্তের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তাঁকে লালন পালন করার পাশাপাশি নিজের উত্তরাধিকারের ভবিষ্যৎ আর্থিক দিক থেকে সুরক্ষিত রাখতে পোস্ট অফিস কিংবা ব্যাঙ্কের বিভিন্ন ফিক্সড ডিপোজিট অথবা RD স্কিম বেছে নেন অনেকে। কিন্তু অনেকেই জানেন না, দেশের সরকারি বীমা সংস্থা LIC তে এমন এক স্কিম (LIC Scheme For Children’s Future) রয়েছে যার কাছে হার মানবে FD থেকে RD সমস্ত স্কিম! বহু বিনিয়োগকারীর দাবি, সন্তানের ভবিষ্যৎ সুরক্ষার্থে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের অমৃত বাল স্কিমে বিনিয়োগ করাই শ্রেয়। এতে বিমার পাশাপাশি মেয়াদ শেষে মোটা অঙ্কের রিটার্নও পাওয়া যায়।

অমৃত বাল স্কিম সম্পর্কে জানুন

LIC দাবি করছে, তাদের অমৃত বাল স্কিমটি মূলত নন লিঙ্কড জীবন বীমা পলিসি। যা বিশেষত শিশুদের ভবিষ্যৎ সুরক্ষার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের এই এক পলিসির অধীনেই বাবা-মা তাদের সন্তানদের শিক্ষা থেকে শুরু করে বিয়ে এমনকি অন্যান্য প্রয়োজনীয় ক্ষেত্রে আর্থিক নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত থাকেন। বলা বাহুল্য, এই পলিসিতে বিনিয়োগ করার ন্যূনতম যোগ্যতা, শিশুর বয়স কমপক্ষে 30 দিন হতেই হবে। সর্বাধিক 13 বছরের ছেলে বা মেয়ের জন্য এই স্কিমে বিনিয়োগ করা যায়।

একাধিক রিপোর্ট অনুযায়ী, এই স্কিমের মেয়াদপূরণের সময়কাল 18 থেকে 25 বছর। লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন বলছে, সন্তানদের ভবিষ্যত আর্থিক দিক থেকে সুরক্ষিত করতে বাবা-মায়েদের কাছে এই স্কিমটি সবচেয়ে সেরা। কিন্তু কীভাবে বিনিয়োগ করবেন এই প্ল্যানে, সর্বনিম্ন কত টাকাই বা বিনিয়োগ করা যায়?

কীভাবে আবেদন, ন্যূনতম কত বিনিয়োগ করা যায় এই স্কিমে?

লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের অমৃত বাল পলিসিতে একজন ব্যক্তি চাইলে সর্বনিম্ন 2 লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন। তবে এই স্কিমে বিনিয়োগের কোনও সর্বোচ্চ সীমা নেই। এক কথায় একজন ব্যক্তি চাইলে যত খুশি এই স্কিমে নিজের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষার্থে বিনিয়োগ করতে পারেন। বলে রাখি, অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই এই পলিসিতে আবেদন করা যায়। LIC র একজন যোগ্য এজেন্ট অথবা অনলাইন অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমেও এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন আপনি।

অবশ্যই পড়ুন: আশঙ্কাই সত্যি, বাংলাদেশকে ব্যবহার করে ভারতে বিরাট হামলা চালাতে পারে হাফিজ সইদ!

কী কী সুবিধা পাওয়া যাবে?

না বললেই নয়, অনলাইনে এই পলিসিটি কিনলে একজন গ্রাহক অতিরিক্ত ছাড় পেয়ে যেতে পারেন লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের তরফে। অফলাইনে বিনিয়োগের ক্ষেত্রেও কর ছাড়ের সুবিধা রয়েছে। এছাড়াও প্রিমিয়াম মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক বা বার্ষিকভাবেও জমা দেওয়া যেতে পারে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় এই ক্রিমের অধীনে একজন ব্যক্তি প্রতিবছর মূল বিমাকৃত রাশির প্রতি হাজার টাকায় 80 টাকা করে একটি গ্যারান্টিযুক্ত অতিরিক্ত বিমাকৃত রাশি পেয়ে যাবেন। মূলত শিশুর ভবিষ্যৎ সুরক্ষার্থে এই সুবিধাগুলো চালু করেছে LIC। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই পলিসিটি 5, 6 কিংবা 7 বছরের সংক্ষিপ্ত প্রিমিয়াম প্রদানের সুবিধাও দেয়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join