Indiahood-nabobarsho

৪ হাজার টাকা প্রিমিয়ামে মিলবে ৩৫ লাখ, বছর শেষে তিনগুণ রিটার্ন দেওয়া পলিসি আনল LIC

Published on:

lic ssip policy wil give tripple return over investment with life insurance

পার্থ সারথি মান্না, কলকাতাঃ ভবিষ্যতের কথা ভাবে সঞ্চয় করার জন্য অনেকেই ফিক্সড ডিপোজিট থেকে শুরু করে জীবনবীমা করিয়ে থাকেন। এক্ষেত্রে সকলের মাথাতেই প্রথমে আসে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার (Life Insurance Corporation) কথা। জানলে খুশি হবেন, LIC এর তরফ থেকে একটি এমন পলিসি চালু করা হয়েছে যেটা আপনার বিনিয়োগকে দ্বিগুণ নয় বরং তিন গুণ রিটার্ন দিতে সক্ষম। আজকের প্রতিবেদনে সেই সম্পর্কেই জানাবো আপনাদের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

LIC SSIP Policy

এলআইসি এর তরফ থেকে একটি নতুন পলিসি আনা হয়েছে। যেটা মাসে মাত্র কয়েক হাজার টাকা দিয়েই চালু করা যেতে পারে। যেটা আপনাকে বীমার মত কভারেজ যেমন দেবে তেমনি মোটা রিটার্নও দেবে। কত বছরের জন্য পলিসি করতে হবে? কত টাকা বিনিয়োগে কত টাকা পাওয়া যেতে পারে? সবটা জানতে শেষ অবধি পড়ুন।

এলআইসি এসএসআইপি পলিসির সুবিধা

আপনি যদি এই পলিসি করতে চান তাহলে মাসে ৪০০০ টাকা দিতে হবে। অবশ্য আপনি চাইলে মাসের বদলে তিন মাসে, ছয়মাসে বা বছরে প্রিমিয়াম দিতে পারেন। সেই হিসাবে মাসে প্রিমিয়াম দিলে ৪০০০ টাকা। ৬ মাস অন্তর প্রিমিয়াম দিলে ২২০০০ টাকা খরচ করতে হবে। এই পলিসির মেয়াদ ২১ বছরের, তাই একবার পলিসি করলে টাকা পাওয়ার জন্য ২১ বছর প্রিমিয়াম দিতে হবে। অবশ্য বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে ৫ বছর পর পলিসি সারেন্ডার করা যেতে পারে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কতটাকা রিটার্ন পাওয়া যাবে?

যদি মাসে ৪০০০ টাকা করে প্রিমিয়াম দেন, তাহলে ২১ বছরে মোট ১০,০৮,০০০ টাকার প্রিমিয়াম জমা দেবেন। তবে এর বদলে ২১ বছর পর আপনি ফেরত পাবেন ৩৫ লক্ষ টাকা। তবে এখানেই শেষ নয়! পলিসি চলাকালীন যার নামে চলবে তাকে ৪ লক্ষ ৮০ হাজার টাকার জীবনবীমার কভারেজও দেওয়া হবে।

কিভাবে SSIP Policy করবেন?

আপনি যদি এই পলিসি করতে চান তাহলে অফলাইন বা অনলাইন উভয়ভাবেই করতে পারেন। অনলাইনে কিনতে চাইলে LIC এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আর অফলাইনের মাধ্যমে কিনতে চাইলে নিকটবর্তী এলআইসি অফিসে যোগাযোগ করতে হবে বা পরিচিত কোনো এজেন্টের সাথে কথা বলতে হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group