প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েক মাসে রান্নার গ্যাসের দাম (LPG Cylinder Price) কখনও একধাক্কায় অনেকটাই বেড়েছে তো আবার গ্যাসের দাম অনেকটাই কমেছে। কিন্তু সেটা প্রযোজ্য হয়েছিল কেবলমাত্র বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে। সাধারণ মানুষের হেঁশেলে থাকা ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কেন্দ্রীয় সরকার গত কয়েক মাসে বাড়ায়নি বা কমায়নি। অর্থাৎ দামের ক্ষেত্রে কোনো হেরফের হয়নি। কিন্তু সেই স্বস্তি আর কত দিনের? এবার গৃহস্থের হেঁশেলে বড় ধাক্কা খেল মধ্যবিত্তরা। একধাক্কায় অনেকটাই বাড়ল রান্না গ্যাসের দাম।
বাড়ল রান্নার গ্যাসের দাম
সূত্রের খবর, আজ অর্থাৎ সোমবার কেন্দ্রীয় পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে, এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে সিলিন্ডার প্রতি ৫০ টাকা করে বাড়ছে। আজ সাংবাদিক সম্মেলনে মন্ত্রী হরদীপ সিং পুরী জানান, ১৪.২ কেজির গৃহস্থদের জন্য ব্যবহৃত সিলিন্ডারে দাম যেখানে আগে ৮০৩ টাকা ছিল, সেই দাম এখন থেকে বেড়ে ৮৫৩ টাকা হচ্ছে। কোপ পড়েছে উজ্জ্বলা গ্রাহকদের ওপরেও। তাঁদের কেও রান্নার গ্যাসের জন্য দাম দিতে হবে ৫৫৩ টাকা। সেক্ষেত্রে কলকাতায়, সিলিন্ডার প্রতি দাম গিয়ে দাঁড়াচ্ছে ৮৭৯ টাকা।
কী বলছেন কেন্দ্রীয় মন্ত্রী?
এদিন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী আরও বলেন যে, “এটি এমন একটি পদক্ষেপ যা আমরা এগিয়ে যাওয়ার সাথে সাথে পর্যালোচনা করা হবে। আমরা প্রতি ২-৩ সপ্তাহে এটি পর্যালোচনা করব।” এদিকে নয়া অর্থবর্ষের শুরুতেই এক ধাক্কায় সিলিন্ডারের দাম এত বৃদ্ধি পাওয়ায় রীতিমত মাথায় হাত পড়েছে মধ্য নিম্নবিত্তদের। তার উপর চলতি মাসের শুরুতে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম ৪১ টাকা করে কমিয়েছিল তেল সংস্থাগুলি। রেস্তোরাঁ, হোটেল এবং অন্যান্য বাণিজ্যিক সংস্থা যারা দৈনিক কাজে এই গ্যাস ব্যবহার করে, তারা কিছুটা স্বস্তি পেয়েছিল। কিন্তু অর্থনীতিবিদদের মতে এই মূল্যবৃদ্ধি এমন সময় এসেছে যখন সাধারণ মানুষের ওপর মুদ্রাস্ফীতির চাপ ইতিমধ্যেই বেড়ে চলেছে।
আরও পড়ুনঃ ইতিহাসে বিরল! ভালবাসার নজির হিসেবে স্ত্রীকে তাজমহল উপহার দিলেন মধ্যপ্রদেশের শিক্ষক
তবে আজ গ্যাসের দাম ছাড়াও বেড়েছে পেট্রোল, ডিজেলের দাম। এদিন পেট্রোলে আবগারি শুল্ক লিটার প্রতি ২ টাকা বাড়ানোর ঘোষণা হয়েছে। একটি সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, পেট্রোলে প্রতি লিটারে ১৩ টাকা এবং ডিজেলে প্রতি লিটারে ১০ টাকা করে এক্সসাইজ ডিউটি বাড়ানো হয়েছে। এই বৃদ্ধিও কার্যকর হবে আগামীকাল অর্থাৎ ৮ই এপ্রিল থেকে। তবে স্বস্তির বিষয় হল, এই এক্সসাইজ ডিউটি বৃদ্ধি সরাসরি সাধারণ গ্রাহকদের উপর বর্তাবে না। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এই অতিরিক্ত করের বোঝা বহন করবে তেল বিপণন সংস্থাগুলি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |