মাসের শুরুতেই জোর ঝটকা, ফের বাড়ল LPG সিলিন্ডারের দাম! দেখুন নতুন রেট

Published on:

lpg cylinder price for january 2025

শ্বেতা মিত্র, কলকাতা: গ্যাসের দাম নিয়ে সকাল সকাল জোরদার ঝটকা খেলেন দেশবাসী। এক ধাক্কায় বেশ খানিকটা দাম বেড়ে গেল রান্নার গ্যাসের। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এমনিতে আজ থেকেই শুরু হয়ে গেল নতুন মাস অর্থাৎ মার্চ মাস। আর নতুন মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মাথায় হাত সকলের। সরকারি তেল বিপণন সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করেছে। নতুন দাম আজ, ​​১ মার্চ, ২০২৫ থেকে কার্যকর হয়েছে। আসুন তাহলে জেনে নেবেন কতটা কী দাম বেড়েছে।

দাম বাড়ল LPG গ্যাসের | LPG Price Hike |

তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এলপিজি সিলিন্ডারের দাম প্রকাশ করেছে। এর আওতায়, সারা দেশে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এর আওতায় সিলিন্ডারের দাম ৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। গত ৫ বছরের মধ্যে মার্চ মাসে এটিই সর্বনিম্ন দাম বৃদ্ধি। যেখানে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২০২৩ সালের মার্চ মাসে সর্বোচ্চ ৩৫২ টাকা বৃদ্ধি করা হয়েছিল।

আপনার শহর দাম কত

মুম্বাইতে আগে ছিল ১৭৪৯.৫০ টাকা, এখন ১৭৫৫.৫০ টাকা।

দিল্লিতে আগে দাম ছিল ১৭৯৭.০০ টাকা, এখন দাম ১৮০৩ টাকা।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

কলকাতায় আগে দাম ছিল ১৯০৭.০০ টাকা, এখন ১৯১৩ টাকা।

চেন্নাইতে আগে দাম ছিল ১৯৫৯.৫০ টাকার, এখন ১৯৬৫.৫০ টাকা।

দাম বাড়ল না কমল ঘরোয়া রান্নার গ্যাসের?

এখন একটাই স্বস্তি, এলপিজির দাম বাড়লেও ঘরোয়া রান্নার গ্যাসের দাম বাড়েনি।

মুম্বাইতে ৮০২.৫০ টাকা।

দিল্লিতে ৮০৩ টাকা।

কলকাতায় ৮২৯ টাকা।

চেন্নাইতে ৮১৮.৫০ টাকা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥