সহেলি মিত্র, কলকাতা: যেটার ভয় ছিল সেটাই হল রীতিমত। দাম বাড়ল এলপিজি (LPG Price) সিলিন্ডারের। উৎসবের মরশুমে এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে, যা আজ থেকে, ১ অক্টোবর থেকে কার্যকর হতে চলেছে সমগ্র দেশজুড়ে। দিল্লিতে ১৯ কেজির এলপিজি সিলিন্ডার আজ থেকে ১,৫৯৫.৫০ টাকায় পাওয়া যাবে। আগে এটি ছিল ১,৫৮০ টাকা। অর্থাৎ আজ থেকে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১৫.৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।
দাম বাড়ল LPG সিলিন্ডারের
দাম বৃদ্ধির পর কলকাতায় এলপিজি সিলিন্ডারের দাম এখন ১৭০০ টাকা। সেপ্টেম্বরে এটি ছিল ১৬৮৪ টাকা। এখানে ১৬ টাকা বৃদ্ধি পেয়েছে। অপরদিকে মুম্বাইতে, আজ থেকে বাণিজ্যিক সিলিন্ডার ১৫৪৭ টাকায় পাওয়া যাবে। আগে এখানে এর দাম ছিল ১৫৩১.৫০ টাকা। মুম্বাইতে এই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১৫.৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। চেন্নাইতে একই সিলিন্ডার এখন ১৭৫৪ টাকায় পাওয়া যাবে। সেপ্টেম্বরে এটি ১৭৩৮ টাকায় পাওয়া যেত। এখানেও ১৬ টাকা বৃদ্ধি পেয়েছে সিলিন্ডারের দাম।
ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল?
এবার আসা ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম প্রসঙ্গে। একটাই স্বস্তি, ঘরোয়া সিলিন্ডারের দাম বাড়েনি। ইন্ডিয়ান অয়েলের রিপোর্ট অনুযায়ী, আজ দিল্লিতে ৮৫৩, মুম্বাইতে ৮৫২.৫০ এবং লখনউতে ৮৯০.৫০ টাকায় বিক্রি হচ্ছে ঘরোয়া গ্যাস সিলিন্ডার। অপরদিকে অক্টোবর মাসটি উত্তর প্রদেশের উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য আনন্দ বয়ে এনেছে। যোগী আদিত্যনাথ সরকার রাজ্যের ১ কোটি ৮৫ লক্ষ মহিলাকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে। দীপাবলির ঠিক আগে, ২০ অক্টোবর মহিলারা এই উপহার পাবেন। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত মহিলারা গ্যাস এজেন্সিগুলি থেকে বিনামূল্যে একটি করে সিলিন্ডার পাবেন।
অন্যদিকে, মোদী সরকার নবরাত্রির জন্য ২৫ লক্ষ প্রধানমন্ত্রী উজ্জ্বলা গ্যাস সংযোগ ঘোষণা করেছে। বর্তমানে দেশে ১০৩.৫ মিলিয়ন সক্রিয় উজ্জ্বলা রান্নার গ্যাস সংযোগ রয়েছে। নবরাত্রির প্রথম দিনে ২৫ লক্ষ নতুন প্রধানমন্ত্রী উজ্জ্বলা রান্নার গ্যাস সংযোগ ঘোষণা করা হলে, উজ্জ্বলা গ্যাস সংযোগের মোট সংখ্যা ১০৬ মিলিয়নে উন্নীত হবে। প্রতিটি নতুন গ্যাস সংযোগের জন্য সরকার ২,০৫০ টাকা খরচ করবে।
এলপিজির দামকে প্রভাবিত করার কারণ অনেক রয়েছে। যেমন মূল কারণগুলির মধ্যে রয়েছে আন্তর্জাতিক এলপিজির দাম, অপরিশোধিত তেলের দামের পরিবর্তন, রুপি-ডলারের বিনিময় হার, শুল্ক, বোতলজাতকরণের খরচ, বিপণন খরচ, ডিলার কমিশন এবং বন্দর চার্জ।