বাড়ল তেল, গ্যাসের দাম! TAX-এ ৫০০০ ফাইন, ডিসেম্বরে বদলাল ক্রেডিট কার্ড সহ যেই ৫ নিয়ম

Published on:

december 1

শ্বেতা মিত্র, কলকাতাঃ আজ ১ ডিসেম্বর অর্থাৎ মাসের প্রথম দিন। আর প্রথম দিন মানেই হল একের পর এক নিয়মে পরিবর্তন ঘটানো। এই মাসেও সেটার ব্যতিক্রম ঘটেনি। প্রতি মাসে নিয়ম বদল মানুষের পকেটের ওপর একটা বিরাট রকমের প্রভাব ফেলে। নতুন মাসের প্রথম তারিখের সাথে দেশে বাস্তবায়িত এই বড় পরিবর্তনগুলি যদি দেখেন তবে এলপিজি ব্যবহারকারীরা সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন। প্রকৃতপক্ষে, তেল বিপণন সংস্থাগুলি আবার বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে, এই সংশোধনীটি ১ ডিসেম্বর ২০২৪ থেকে কার্যকর হয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজ কোন কোন নিয়মে পরিবর্তন ঘটেছে।

এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

WhatsApp Community Join Now

নভেম্বরে দাম বাড়ার পর ডিসেম্বরের প্রথম দিনে ফের একবার ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে তেল বিপণন সংস্থাগুলি। দিল্লিতে, এই এলপিজি সিলিন্ডার ১৮১৮. ৫০ টাকায় দাঁড়িয়েছে, যা এতদিন ১৮০২ টাকায় পাওয়া যেত। কলকাতায় ১৫.৫ টাকা বেড়েছে দাম। দিল্লি এবং মুম্বইয়ে দাম বেড়েছে দাম ১৬.৫ টাকা। আর চেন্নাইয়ে ১৬ টাকা বেড়েছে গ্যাস সিলিন্ডারের দাম। তবে ১৪.২ কেজি ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত আছে। আগে যে ৮২৯ টাকা লাগছিল, ডিসেম্বরেও সেই দামে কলকাতায় কিনতে হবে ১৪.২ কেজি ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডার।

ক্রেডিট কার্ডের নিয়ম

আপনি যদি ডিজিটাল গেমিং প্ল্যাটফর্ম / মার্চেন্টস সম্পর্কিত লেনদেনের জন্য SBI ক্রেডিট কার্ড ব্যবহার করেন তবে নতুন নিয়মগুলি ১ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে। এসবিআই কার্ডসের ওয়েবসাইট অনুসারে, ৪৮টি ক্রেডিট কার্ডে ডিজিটাল গেমিং প্ল্যাটফর্ম / মার্চেন্টদের সাথে সম্পর্কিত লেনদেনের ক্ষেত্রে আর রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হবে না। ইয়েস ব্যাংক ফ্লাইট এবং হোটেলগুলির জন্য ভাঙানো যেতে পারে এমন পুরষ্কার পয়েন্টের সংখ্যা হ্রাস করবে। এইচডিএফসি ব্যাংক রেজালিয়া ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্যও লাউঞ্জ অ্যাক্সেসের নিয়মগুলি পরিবর্তন হতে চলেছে। নতুন নিয়ম অনুসারে, ১ ডিসেম্বর থেকে লাউঞ্জ অ্যাক্সেসের যোগ্য হতে ব্যবহারকারীদের প্রতি ত্রৈমাসিকে ১ লক্ষ টাকা ব্যয় করতে হবে।

আয়কর রিটার্ন দাখিল

আপনিও যদি করদাতা হয়ে থাকেন তাহলে রইল জরুরি খবর। যে করদাতারা ৩১ জুলাইয়ের মধ্যে ২০২৩-২৪ অর্থবর্ষের আয়কর রিটার্ন দাখিল করেননি, তাঁদের সেই কাজটা করতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে। সেজন্য অবশ্য জরিমানা দিতে হবে। জরিমানার অঙ্কটা হল ৫,০০০ টাকা। যে করদাতারদের বার্ষিক আয় পাঁচ লাখ টাকার কম, তাঁদের ১,০০০ টাকা জরিমানা দিতে হবে

OTP -র নিয়মে বদল

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) ১ ডিসেম্বর ২০২৪ থেকে বাণিজ্যিক বার্তা এবং ওটিপি সম্পর্কিত ট্রেসেবিলিটি বিধি প্রয়োগ করতে চলেছে। টেলিকম সংস্থাগুলির ৩১ অক্টোবর ২০২৪ এর মধ্যে এটি বাস্তবায়ন করার কথা ছিল, তবে অনেক সংস্থার দাবির পরে এর সময়সীমা ৩১ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল।

১ ডিসেম্বর থেকে ট্রাইয়ের এই নিয়ম লাগু করতে পারবে টেলিকম সংস্থাগুলি। নতুন নিয়ম অনুযায়ী, টেলিকম সংস্থাগুলির পাঠানো সমস্ত মেসেজ ট্রেস করা যাবে। এটি ফিশিং এবং স্প্যামের ক্ষেত্রে প্রতিরোধ করতে সহায়তা করবে। বলা হচ্ছে, নতুন নিয়ম লাগু হওয়ার পর গ্রাহকদের কাছে ওটিপি পৌঁছাতে দেরি হতে পারে।

ATF

১ ডিসেম্বর এটিএফের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং এটি ব্যয়বহুল হয়ে উঠেছে। এভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ) বা জেট ফুয়েলের দাম বাড়ার পর বিমান ভ্রমণ ব্যয়বহুল হয়ে উঠতে পারে। এর দাম প্রতি কিলোলিটারে ৪০০০ টাকারও বেশি বৃদ্ধি পেয়েছে। ১ ডিসেম্বর দেশের বিভিন্ন শহরে এটিএফ এর দাম বাড়ছে। দিল্লিতে এক কিলোলিটার তেলের দাম বৃদ্ধি পেয়েছে ১,৩১৮.১২ টাকা। অর্থাৎ ১.৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নভেম্বরে ৩.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল তেলের দাম।

সঙ্গে থাকুন ➥
X