শ্বেতা মিত্র, কলকাতাঃ ২০২৫ সাল এখনো আসেনি, কিন্তু তারই মাঝে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এসে গেল একটি বিরাট আপডেট। আর সেই আপডেট হল মহার্ঘ্য ভাতা বা ডিএ (Dearness allowance) সংক্রান্ত। এখন সকলেই অপেক্ষা করছেন সরকার কবে আরও এক দফায় মহার্ঘ্য ভাতা বাড়ায় সেই ব্যাপারে। নতুন বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসে কি মহার্ঘ ভাতা বাড়িয়ে দেবে কেন্দ্রীয় সরকার? এই নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীরা। আর যদি বিয়ে বাড়ি ও তাহলে কতটা শতাংশ বাড়বে সেই নিয়ে উঠছে প্রশ্ন আপনি যদি একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।
বাড়বে DA?
এমনিতে ২০২৪ সালে মহার্ঘ্য ভাতার পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়তে দেখা গিয়েছে। এর ফলে সকলেই আশাবাদী, নতুন করে DA বাড়বে বেশ খানিকটা। AICPI সূচকের তথ্য অনুযায়ী, কর্মীদের ডিএ বৃদ্ধি হবে মাত্র ৩ শতাংশ। বর্তমান প্রবণতাগুলি এই বিষয়টির দিকে ইঙ্গিত করছে যে মহার্ঘ ভাতা জানুয়ারি মাসে ৫৬ শতাংশে পৌঁছাবে। এখন নিশ্চয়ই ভাবছেন কীভাবে? তাহলে নিচে দেওয়া হিসেব ভালোভাবে বুঝে নিন। এখন এআইসিপিআই সূচকের সংখ্যা অক্টোবর পর্যন্ত বেড়েছে। কিন্তু নভেম্বর ও ডিসেম্বরেও প্রবণতা অনুযায়ী ডিএ বেড়েছে ৩ শতাংশ।
AICPI পরিসংখ্যান
অক্টোবর পর্যন্ত সূচকটি ১৪৪.৫ পয়েন্টে থাকায় মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়িয়েছে ৫৫.০৫ শতাংশে। আপনি যদি পরবর্তী দুই মাসের প্রবণতার দিকে তাকান, তবে নভেম্বরে সূচকটি ১৪৫ পয়েন্টে পৌঁছাতে পারে, যার কারণে মুদ্রাস্ফীতি ভাতা ৫৫.৫৮%-এ পৌঁছাবে। একই সময়ে, ডিসেম্বরে সূচক সংখ্যা ১৪৫.৩ পয়েন্ট হবে বলে অনুমান করা হচ্ছে। তবে তা ৫৬.১৮ শতাংশে পৌঁছাবে। এমতাবস্থায় মোট মহার্ঘ ভাতার ক্ষেত্রে ৩ শতাংশ বাড়তি সুবিধা আসার সম্ভাবনা রয়েছে।
বেতনে কত সুবিধা মিলবে?
সপ্তম বেতন কমিশনের বেতন গ্রেড অনুযায়ী, ন্যূনতম মূল বেতনের কর্মীরা বছরে ৬৪৮০ টাকা বেশি পাবেন। উদাহরণস্বরূপ, যদি মূল বেতন ১৮,০০০ হয় এবং মহার্ঘ ভাতা ৫৬% হয়, তবে অংকটা কিছুটা এরকম হবে…
জানুয়ারি ২০২৫ থেকে DA: ১৮,০০০ x ৫৬% = ১০,০৮০/মাস
জুলাই ২০২৪ থেকে DA: ১৮,০০০ x ৫৩% = ৯৫৪০/মাস।