সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি বেসরকারি সংস্থায় চাকরি করেন? প্রতি মাসে PF থেকে মোটা অংকের টাকা কেটে নেওয়া হয়? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। হ্যাঁ, কারণ শীঘ্রই কেন্দ্রীয় সরকার PF-র আওতায় থাকা কর্মচারীদের জন্য বিরাট ঘোষণা আনতে পারে। জানা যাচ্ছে, এবার মাসিক ন্যূনতম পেনশন (Minimum Pension) বাড়িয়ে 9000 টাকা করা হচ্ছে।
কীসের ভিত্তিতে এই পদক্ষেপ?
বর্তমানে দেশের বেসরকারি খাতে কর্মরত বহু কর্মচারী, যাদের বেতন থেকে নিয়মিত PF-এর টাকা কেটে নেওয়া হয়, তারা দীর্ঘদিন ধরেই পেনশনের পরিমাণ বাড়ানোর দাবি জানিয়ে আসছে। যদিও সরকার এ বিষয়ে কোনো গুরুত্ব দেয়নি। তবে একাধিক রিপোর্ট বলছে যে, EPS নিয়ে এবার বিরাট সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র সরকার।
এখন কত টাকা পেনশন পাওয়া যায়?
সূত্র বলছে, বর্তমানে EPS-র আওতায় ন্যূনতম মাসিক পেনশন মাত্র 1000 টাকা। বর্তমানে যে হারে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, তাতে এই 1000 টাকায় সংসার চালানো দায় হয়ে পড়ে সাধারণ মানুষের। আর এই সমস্যাকে সামনে রেখেই কর্মচারীদের সংগঠন বারংবার সরকারের কাছে দাবি জানাচ্ছে, যাতে ন্যূনতম পেনশন অন্তত 9000 টাকা করা হোক।
প্রসঙ্গত, 1995 সালে এই EPS স্কিম চালু করা হয় এবং মূলত EPFO-র আওতাধীন কর্মচারীদের এই স্কিমের আওতায় আর্থিক সহায়তা করা হয়। যদিও 10 বছরে এই স্কিমে সেরকম কোনও পরিবর্তন আনা হয়নি। 2024 সালের 1 সেপ্টেম্বর সরকার এই স্কিমে অতিরিক্ত বাজেটের ঘোষণা করেছিল। তবে ন্যূনতম পেনশন এখনও সেই 1000 টাকাতেই দাঁড়িয়ে রয়েছে।
আরও পড়ুনঃ এক্সপ্রেসওয়েতেই মহিলার সাথে যৌন সঙ্গম! বিজেপি নেতার ভিডিও ভাইরাল
আগেও উঠেছিল পেনশন বাড়ানোর প্রস্তাব
প্রসঙ্গত, এর আগেও EPS-র আওতায় পেনশন 2000 টাকা করার প্রস্তাব উঠেছিল। তবে সেবারও অর্থনৈতিক কারণে সেই দাবি বাতিল হয়ে গিয়েছিল। তবে এবার কর্মচারীদের পক্ষ থেকে জোরদার দাবি জানানো হচ্ছে 9000 টাকা পর্যন্ত পেনশন নিয়ে যাওয়ার।
বেশ কয়েকটি সূত্র বলছে, EPFO একটি সংসদীয় কমিটিকেও ইতিমধ্যে নিয়োগ করেছে, যারা থার্ড-পার্টি রিভিউয়ের মাধ্যমে EPS স্কিমের কার্যক্রম নির্ধারণ করবে। এমনকি তারা সমীক্ষার ভিত্তিতে সুপারিশ করবে যে, আদৌ পেনশন বাড়বে কিনা। এখন দেখার সরকার কবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |