Indiahood-nabobarsho

শ্রমিক, কর্মীদের জন্য সুখবর! নববর্ষে ন্যূনতম বেতন বাড়িয়ে ২৪,৩৫৬ টাকা করল সরকার

Published on:

salary hike

সহেলি মিত্র, কলকাতা: নববর্ষের আবহে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ঘোষণার জেরে রীতিমতো লটারি লাগল কিছু কর্মীদের। এবার সকলেই পেয়ে যাবেন অতিরিক্ত টাকা। এছাড়াও আরও অন্যান্য সুবিধা তো থাকবেই। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আসলে দিল্লির শ্রমিকরা এখন আগের থেকে আরও বেশি টাকা আয় করতে পারবেন। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা দিল্লিতে ন্যূনতম মজুরি বৃদ্ধি করেছে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

নির্দেশিকা জারি সরকারের

মঙ্গলবার এলটি নির্দেশিকা জারি করে দিল্লি সরকার জানিয়েছে যে প্রতিটি শ্রেণীর শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হয়েছে। এক রিপোর্ট অনুসারে, দিল্লিতে অদক্ষ কর্মীদের এখন থেকে প্রতি মাসে ন্যূনতম ১৮,৪৫৬ টাকা বেতন পাবেন। কিন্তু যাদের স্নাতক ডিগ্রি আছে তাদের দিল্লিতে ২৪,৩৫৬ টাকার কম বেতন দেওয়া যাবে না। রেখা সরকারের নতুন আদেশে ন্যূনতম মজুরি প্রতি মাসে কমপক্ষে ৩৯০ টাকা বৃদ্ধি করে ৫২০ টাকা করা হবে।

১ এপ্রিল থেকে ন্যূনতম মজুরি বৃদ্ধি

দিল্লি সরকার জানিয়েছে যে নতুন ন্যূনতম মজুরির হার ১ এপ্রিল, ২২০৫ থেকে প্রযোজ্য হবে। অর্থাৎ, নতুন আর্থিক বছরের প্রথম দিন থেকেই দিল্লির বিভিন্ন বিভাগের কর্মচারীরা বর্ধিত বেতন পাবেন। সরকার বলেছে, ‘ন্যূনতম মজুরি বৃদ্ধি কেবল মুদ্রাস্ফীতি মোকাবেলা করবে না বরং দিল্লির বিপুল সংখ্যক শ্রমিককে স্বস্তি দেবে।’

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এছাড়াও যদি নিয়ম অনুযায়ী মজুরি না পান তাহলে অভিযোগও জানাতে পারবেন শ্রমিকরা। সরকার জানিয়েছে যে যদি কেউ তার বিভাগ অনুসারে নির্ধারিত ন্যূনতম মজুরি না পান, তাহলে তিনি সংশ্লিষ্ট জেলার যুগ্ম শ্রম কমিশনার বা উপ-শ্রম কমিশনারের কাছে অভিযোগ করতে পারবেন। কর্তৃপক্ষকে এই ধরনের অভিযোগ তদন্ত করতে হবে এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুনঃ ১৫০০ টাকা বিনিয়োগে পান ১ লক্ষ টাকারও বেশি! বিশেষ অফার পোস্ট অফিসের

কে কত টাকা পাবেন?

এবার জেনে নেওয়া যাক কে কত টাকা পাবেন সে ব্যাপারে। অদক্ষ কর্মীরা এখন প্রতি মাসে ১৮,০৬৬ টাকা থেকে বেড়ে ১৮,৪৫৬ টাকা পাবেন। আধা-দক্ষ কর্মীরা পাবেন ২০,৩৭১ টাকা, যা আগের ১৯,৯২৯ টাকা থেকে বৃদ্ধি পেয়েছে। দক্ষ কর্মী, যাদের মধ্যে নন-ম্যাট্রিকুলেশন পাশ কর্মীরাও রয়েছেন, তাদের এখন ২১,৯১৭ টাকা থেকে বাড়িয়ে ২২,৪১১ টাকা করা হবে।স্নাতক বা তার বেশি শিক্ষাগত যোগ্যতাসম্পন্নদের জন্য নতুন বেতন ২৩,৮৩৬ টাকা থেকে বেড়ে ২৪,৩৫৬ টাকা হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group