বেসরকারিকরণের পথে UCO সহ আরও ৪ ব্যাঙ্ক! অংশীদারিত্ব বিক্রি করতে চলেছে কেন্দ্র সরকার

Published on:

modi government planing to sell stakes in 4 public sector banks

পার্থ সারথি মান্না, কলকাতাঃ সঞ্চয়ের ক্ষেত্রে যেকোনো মানুষের প্রথম পছন্দ হল সরকারি ব্যাঙ্ক বা সরকারের অধীনে থাকা ব্যাঙ্কগুলি। এক্ষত্রে টাকা যেমন নিরাপদ থাকে তেমনি নিশ্চিন্তে থাকতে পারেন বিনিয়োগকারীরা। তবে এবার জানা যাচ্ছে বেশ কিছু ব্যাঙ্কের থেকে নিজের অংশীদারিত্ব ছেড়ে দিতে চলেছে সরকার। হ্যাঁ ঠিকই দেখছেন, কয়েকটি ফের বেসরকারিকরণ হতে চলেছে কিছু ব্যাঙ্কের। আপনার এমন কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট নেই তো? তাহলে আজকের প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আবারও বেসরকারিকরণের পথে ব্যাঙ্ক!

সূত্রমতে জানা যাচ্ছে, মোট চারটি ব্যাঙ্কে নিজের শেয়ার বিক্রি করে দিতে চলেছে কেন্দ্র সরকার। খবর প্রকাশ্যে আসার পর থেকেই এই ব্যাঙ্কগুলির শেয়ারের দাম বেড়ে গিয়েছে। এখন নিশ্চই ভাবছেন কোন গুলি? উত্তর হল সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক আর UCO ব্যাঙ্ক।

কোন ব্যাঙ্কে কত শেয়ার আছে সরকারের?

BSE এর তথ্য অনুযায়ী সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ভারত সরকারের ৯৩% অংশীদারিত্ব রয়েছে। এদিকে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে ৯৬.৪%, ইউকো ব্যাঙ্কে ৯৫.৪% ও পাঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্কে ৯৮.৩% অংশীদারিত্ব রয়েছে। তবে এবার এই শেয়ারের বেশ কিছুটা বিক্রি করে ছেড়ে দেয়া হতে পারে বলে জানা যাচ্ছে। যদিও অ্যাকাউন্ট হোল্ডারদের খুব একটা চিন্তার কিছু নেই কারণ নূন্যতম ২৫% শেয়ার সরকারের কাছেই থাকবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কবে শেয়ার বিক্রি করবে সরকার?

সংবাদ সংস্থা রয়টার্সের মতে, আগামী মাসেই এই ব্যাঙ্কগুলিতে সরকারের অংশীদারিত্ব কমিয়ে দেওয়ার জন্য অনুমোদন চাওয়া হতে পারে। এই খবর ছড়িয়ে পড়তেই ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের শেয়ার ৪.৪% বেড়ে গিয়েছে। এদিকে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও পাঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্কের শেয়ার ৩% বেড়ে গিয়েছে।

যেমনটা জানা যাচ্ছে, ওপেন মার্কেট অফার বা OFS পদ্ধতিতেই শেয়ার বিক্রি করা হবে। তবে এখনই নির্দিষ্ট করে কেন সময়ের ইঙ্গিত পাওয়া যায়নি। আসলে পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির মূলধনের পরিমাণ বাড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group